Police Raid: ট্রলিব্যাগ খুলতেই ভিতরে এসব কী...! লক্ষ লক্ষ টাকার অবৈধ জিনিস, পুলিশি তল্লাশিতে তোলপাড় মালদহ স্টেশন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Police Raid: ট্রলিব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দু'জনকে গ্রেফতার করল মালদহ জিআরপি। ধৃত দু'জন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদহ টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন।
সেবক দেবশর্মা ও লিপেশ লালা, মালদহঃ ট্রলিব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দু’জনকে গ্রেফতার করল মালদহ জিআরপি। ধৃত দু’জন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদহ টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন। সেই সময় মালদহ জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়। দু’জনকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় ২৭,২৪৩ কেজি গাঁজা।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ঝন্টু সরকার (৩৫)। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অন্যজন গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হত বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ মাত্র ১০ টাকায় মেলে কুৎসিত দেখতে ‘এই’ টক-মিষ্টি ফল, ঠেসে ভরা ক্যালসিয়াম, রক্ত থেকে নিংড়ে নেয় ‘বিষ’ কোলেস্টেরল
জিআরপি-র আইসি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদের মালদহ টাউন স্টেশনে দাঁড়িয়েছিল দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে আটক করে পুলিশ। এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগে তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয়। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 2:36 PM IST