Siliguri Smart Thief Arrest: বরপক্ষ নয়, কনে পক্ষও না! সেজেগুজে বিয়েবাড়িতে চোর, শিলিগুড়িতে ফাঁদ পেতে ধরল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
পর পর বেশ কয়েকটি অনুষ্ঠানবাড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন হিসেবে মনোজ চৌধুরীকেই চিহ্নিত করে পুলিশ৷
দেখলে মনে হবে বিয়ে বাড়ির নিমন্ত্রিত কোনও অতিথি৷ পরনে পরিপাটি পোশাক, চাল চলন দেখেও বিয়ে বাড়ির আর পাঁচ জন অতিথির থেকে আলাদা করা কঠিন৷ অনুষ্ঠান বাড়ির ভিড়ে মিশে থাকা ব্যক্তি বরপক্ষের নাকি কনে পক্ষের, সংকোচ বোধ থেকেই জিজ্ঞেস করতেন না কেউ৷
শেষ পর্যন্ত অবশ্য শিলিগুড়ির একাধিক বিয়ে সহ অনুষ্ঠান বাড়িতে পর পর চুরির ঘটনার অভিযোগ ওঠার পর, এই রহস্যময় অতিথির পরিচয় মিলেছে৷ আসলে বর বা কনে পক্ষ নয়, বিয়ে বাড়ির ভিড়ে মিশে থাকা এই ব্যক্তি আসলে চোর৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মনোজ চৌধুরী৷ পেশায় রাজমিস্ত্রি মনোজ বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ঢুকে হাত সাফাই চালাচ্ছিল৷ সুযোগ পেলে হাত সাফাইয়ের সঙ্গে খাওয়া দাওয়াও সেরে নিতে এই চোর৷ বেশ কিছুদিন ধরে এই কারবার চালানোর পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত৷
advertisement
advertisement
পর পর বেশ কয়েকটি অনুষ্ঠানবাড়িতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন হিসেবে মনোজ চৌধুরীকেই চিহ্নিত করে পুলিশ৷ প্রধাননগরের একটি বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়৷ এর পর ওই সন্দেহভাজনের ছবি শিলিগুড়ি শহরের অন্যান্য অনুষ্ঠানবাড়িতেও ছড়িয়ে দেয় পুলিশ৷
শেষ পর্যন্ত রবিবার সেবক রোডের একটি বিয়েবাড়িতে ফের হাজির হয় ওই অতিথি রূপী চোর৷ ছবি দেখে তাকে চিনতে পারেন বিয়েবাড়িতে থাকা একজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পানিট্যাঙ্কি থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে৷ জেরায় নিজের দোষও স্বীকার করে নেয় অভিযুক্ত৷ সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 6:57 PM IST