West Bengal News: বনধ তুলতে গেল পুলিশ, এগিয়ে এলেন মহিলারা! কোচবিহারে যা ঘটল, অভাবনীয়
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: সরকারি বাস আটকে দিল বনধ সমর্থকরা। বাঁধা দিলে পুলিশের ওপরে মারমুখী মহিলা কর্মীরা। গ্রেফতার ১।
#কোচবিহার: কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে বিক্ষোভ বনধ সমর্থকদের। তাদের সড়িয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়। ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। বনধের সমর্থনে এসইউসিআই মিছিল করছিল। সামনে চলে আসে সরকারি বাস। বাসের দিকে তেড়ে যায় আন্দোলনকারীরা৷ এরপর কোতোয়ালি থানার পুলিশ এসে বাসটিকে এগিয়ে যেতে সাহায্য করলে শুরু হয় এসইউসিআই এর সঙ্গে পুলিশের বচসা। মারমুখী এসইউসিআই কর্মীরা তেড়ে যান পুলিশের দিকে। এরপর বিক্ষোভ সরিয়ে দেয় পুলিশ। বাসটি রওনা হয় যাত্রীদের নিয়ে৷
কোতোয়ালি থানার পুলিশ একজন এসইউসিআই কর্মীকে গ্রেফতার করেছে। এস ইউ সি আই-এর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র জানান, রাজ্য সরকার ফাঁকা বাস চালাচ্ছে। বাসে যাত্রী নেই। এভাবে সরকারি অর্থ অপচয় হচ্ছে। তারা বনধের সমর্থনে যখন মানুষের কাছে আবেদন জানাচ্ছিলেন তখন পুলিশ অন্যায় ভাবে তাদের দলের কর্মীকে গ্রেফতার করেছে৷ তারা কিছুতেই এই পুলিশের অত্যাচার মানবেন না। প্রতিবাদে তারা আজ সাগরদিঘীর পাড়ে ধিক্কার মিছিল করেন৷
advertisement
advertisement
এদিকে আজ, দ্বিতীয় দিনে বনধে মিশ্র প্রভাব কোচবিহারে। বেসরকারি যানবাহন কম। তবে হেলমেট মাথায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সরকারি বাস চালকদের পথে নামতে দেখা গেছে৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, বনধের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছেন। যাত্রীদের জন্য অতিরিক্ত বাস রাস্তায় নামিয়েছে সংস্থা৷ আজ সকাল থেকে অধিকাংশ দোকান ছিল বন্ধ। সকাল থেকে বনধের পক্ষে আন্দোলনকারীরা মিছিল করলেও বনধের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে পথে নামতে দেখা যায়নি।
advertisement
তবে দুদিনের বনধের দ্বিতীয় দিনে অনেকটাই স্বাভাবিক জনজীবন। সোমবারের তুলনায় আজ মঙ্গলবার অনেকবেশী মানুষ রাস্তায় নেমেছেন। কোচবিহারের বাসস্ট্যান্ড থেকে যানবাহন রাস্তায় বের হওয়ার মুখে ছিল পর্যাপ্ত পুলিশ। এমনকি কোচবিহারের ব্যস্ততম মোড়েও পুলিশ মোতায়েন ছিল। তবে দ্বিতীয় দিনে সকাল থেকে দফায় দফায় বৃষ্টির মধ্যেও বনধের সমর্থনে রাস্তায় নেমেছিল আন্দোলনকারীরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 11:21 AM IST