Malda: হলুদ, লঙ্কার গুঁড়োর সঙ্গে কী মিশছে? মালদহের কারখানায় হানা দিয়ে আধিকারিকরাই হতবাক

Last Updated:

শনিবার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় হলুদ ও রান্নার উপকরণ তৈরির কারখানাতে হাজির হন প্রশাসনিক আধিকারিকেরা।

মালদহের মশলা তৈরির কারখানায় সরকারি আধিকারিকরা।
মালদহের মশলা তৈরির কারখানায় সরকারি আধিকারিকরা।
#মালদহ: অভিযোগ তৈরি হচ্ছিল ভেজাল ও নিম্নমানের হলুদ। ব্যবহার হচ্ছিল নানারকম রাসায়নিক ও রং। এমনই অভিযোগ পেয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরে একাধিক হলুদ ও মশলা তৈরির কারখানায় হানা প্রশাসনের। একযোগে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর, ক্রেতা সুরক্ষা দফতর, ওজন ও পরিমাপ দফতর এবং পুলিশ।
প্রাথমিক তদন্তে বেশকিছু আপত্তিকর রাসায়নিক ব্যবহারের হদিশ মিলেছে। এরই জেরে তিনটি কারখানাকে নোটিস ধরিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। কারখানাগুলি থেকে সংগ্রহ করা হয়েছে হলুদ এবং লঙ্কার গুঁড়োর নমুনা। এইসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে সরকারি ল্যাবে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা।
advertisement
advertisement
শুধু তাই নয়, যেসব রাসায়নিক উদ্ধার হয়েছে সেসব খেলে হার্টের অসুখ, ক্যান্সারের মতো মারণ রোগ হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।
শনিবার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় হলুদ ও রান্নার উপকরণ তৈরির কারখানাতে হাজির হন প্রশাসনিক আধিকারিকেরা। একাধিক সরকারি দফতর একযোগে অভিযানে সামিল হয়। নেতৃত্বে ছিলেন চাঁচোল মহকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মণ্ডল।  হলুদ ও লঙ্কার গুঁড়ো সহ রান্নার মশলা তৈরির প্রক্রিয়া খতিয়ে দেখেন আধিকারিকেরা।
advertisement
এই প্রক্রিয়া দেখে কার্যত চক্ষুচড়ক গাছ প্রশাসনিক কর্তাদের। অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ও রং মিশিয়ে ভেজাল হলুদ এবং লঙ্কার গুঁড়ো তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিক পর্যবেক্ষণেই নিশ্চিত সরকারি আধিকারিকরা।
advertisement
এ দিন হরিশ্চন্দ্রপুরের কারখানায় হানা দিয়ে ভেজাল হলুদের কারবারের বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। কারণ, অনেকেই এইসব কারখানা থেকে হলুদ ও লঙ্কার গুঁড়ো সংগ্রহ করে দীর্ঘদিন ব্যবহার করে আসছেন। প্রশাসন জানিয়েছে, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শুধু তাই নয়, এইসব কারখানা থেকে কোথায় কোথায় হলুদ ও মশলা পৌঁছেছে সেই খোঁজও নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda: হলুদ, লঙ্কার গুঁড়োর সঙ্গে কী মিশছে? মালদহের কারখানায় হানা দিয়ে আধিকারিকরাই হতবাক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement