Poila Baisakh: এ এক অবাক বইমেলা! বই কিনলে দিতে হবেনা দাম! কোথায় হচ্ছে জানেন

Last Updated:

Poila Baisakh: বুক টেল’ সংস্থার পক্ষ থেকেই এই মেলার আয়োজন করা হয়েছে।

+
বই

বই কিনতে ব্যস্ত সকলে

শিলিগুড়ি : বইপ্রেমীদের জন্য দারুণ খবর। শহরে শুরু হয়েছে অভিনব এক বইমেলা। এই মেলাতে বই কিনলে বইয়ের দাম দিতে হবে না। এখানে পৌঁছে ইচ্ছামতো বই ভরে নিতে পারেন বাক্সে। শুধু আপনাকে হাতে তুলে নিতে হবে বাক্স। তারপর ঝটপট যত খুশি বই বাক্সে ভরে ফেলুন! যখন এক বাক্স আপনার পছন্দের বই হাতে চলে আসবে, তখন যেন আপনি রাজা!
ভাবছেন হয়তো এটা অসম্ভব ব্যাপার। কিন্তু না এটাই সত্যি। ব্যাপার টা একটু খোলসা করে বলা যাক। শিলিগুড়ির শহরে কসমস মলে বসেছে এমনই এক মজার বইমেলা। যেখানে ফাঁকা বাক্স কিনে নিজের ইচ্ছেমতো সাজানো বই থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দসই বই। ‘বুক টেল’ সংস্থার পক্ষ থেকেই এই মেলার আয়োজন করা হয়েছে। সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা আকাশ বাবুর কথায়, ‘‘শিলিগুড়িতে প্রথমবার এই মেলার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা ৫০ টি শহরে এমন মেলার আয়োজন করেছি। প্রত্যেকবারের মতো এবারও বইপ্রেমীরা এই মেলায় আসছেন।’’ তিনি আরও বলেন, ‘‘পুরোনো বই কিভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনই আমরা ভাল সাড়া পেয়েছি।”
advertisement
advertisement
বই কিনতে মিস খুশি বলেন, “শিলিগুড়িতে এমন বইমেলার আয়োজন প্রথম হয়েছে। আমি খবর পেয়েই ছুটে এসেছি। যারা বই ভালবাসে তাদের জন্য দারুণএই বইমেলা। আমি ইতিমধ্যেই অনেকগুলি বই আমার বাক্সে রেখে ফেলেছি।’’
advertisement
এই মেলায় দুই রকমের বাক্স মজুত রয়েছে। প্রথম বাক্সের দাম ১৫০০ টাকা. তারপর রয়েছে ২৫০০ টাকার আরেকটি বাক্স। এই বাক্স গুলিতে যত খুশি বই নিতে পারেন বই প্রেমীরা। ‘দি স্টোরি বক্স’ এই বইমেলায় মিলবে আট থেকে আশি, সবার মনের মতো বই। সব ধরণের বইকেই এক ছাদের তলায় আনার চেষ্টা করা হয়েছে এই মেলায়। গ্যাজেটে ব্যস্ত মানুষকে বইয়ের স্বাদ দিতে ‘বুক টেল’ সংস্থার এই মেলা সত্যিই অভিনব। ১১  এপ্রিল থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে ১৪ই  এপ্রিল পর্যন্ত।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Poila Baisakh: এ এক অবাক বইমেলা! বই কিনলে দিতে হবেনা দাম! কোথায় হচ্ছে জানেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement