‘রাস্তা ছোট হলে বাঁচব কী করে?’ প্রশ্ন তুলে সরব গ্রামবাসীরা! কী চলছিল জানেন?

Last Updated:

৬ ফুট রাস্তা ছাড়া হয়েছিল যাতায়াতের জন্য। শর্ত ছিল অপর প্রান্তের জমির মালিকও ৬ ফুট রাস্তা ছেড়ে দেবেন।

এই রাস্তা নিয়ে সমস্যা।
এই রাস্তা নিয়ে সমস্যা।
ফাঁসিদেওয়া, শিলিগুড়ি. বিশ্বজিৎ মিশ্র: গ্রামের কাঁচা রাস্তা দখল করে নির্মাণের অভিযোগ তুলে প্রতিবাদে সরব গ্রামবাসীরা। নির্মাণ বন্ধ করার দাবি জানিয়ে অবরোধ। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। যে ঘটনাকে কেন্দ্র করে ফাঁসিদেওয়া চটহাট বাজারে উত্তেজনা। জানা গিয়েছে, চটহাট বাজার থেকে বিটলাগছ, ভাটামারি, বলাইগছ সহ ১৫টি কয়েকটি গ্রামে যাতায়াতের জন্য এই রাস্তা গুরুত্বপূর্ণ।
অভিযোগ, বেশ কয়েক বছর আগে খতিয়ানভুক্ত জমি থেকে ৬ ফুট রাস্তা ছাড়া হয়েছিল যাতায়াতের জন্য। শর্ত ছিল অপর প্রান্তের জমির মালিকও ৬ ফুট রাস্তা ছেড়ে দেবেন। কার্যত তা না হওয়ায় এবার ৬ ফুটের রাস্তা ঘেঁষে নির্মাণ শুরু করেছেন উত্তম গুপ্তা নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা থানায় বহুবার অভিযোগ জানিয়েছেন। এদিন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। যার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুন : সুন্দরবন বলছে ‘আমিও বাড়ছি’! একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ 
স্থানীয়দের অভিযোগ, এর আগে রাস্তা ছোট থাকায় দমকলের গাড়ি যেতে পারেনি। এখন যেভাবে নির্মাণ কাজ হচ্ছে তাতে রাস্তা আরও সংকীর্ণ হয়ে যাবে। এই রাস্তা সংকীর্ণ হলে চটহাট গ্রামীন পাঠাগারে যাওয়ার রাস্তাও কার্যত বন্ধ হয়ে যাবে। অন্যদিকে অভিযুক্ত জমির মালিক উত্তম কুমার গুপ্তা অভিযোগ অস্বীকার করে জানান, তার কেনা জমি থেকে ৬ ফুট রাস্তা তিনি ছেড়েছেন সাধারণ মানুষের সুবিধার জন্য। শর্ত ছিল অপর প্রান্তের জমির মালিকও ৬ ফুট রাস্তা ছাড়বেন। কিন্তু সেই শর্ত তিনি রাখেননি।
advertisement
advertisement
আরও পড়ুন : ভিক্টোরিয়া পদ্ম থেকে বিরল লিলি! জলজ উদ্ভিদের অনন্য ভাণ্ডার এখন হাওড়ায়
তাই ৬ ফুট রাস্তা ঘেষেই নির্মাণ কাজ তিনি করছেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে কাজ বন্ধ করা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জানান, অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে গ্রামবাসী ও দখলদারদের সঙ্গে আলোচনা করা হবে। বিডিও নিজেও বিষয়টি জানেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘রাস্তা ছোট হলে বাঁচব কী করে?’ প্রশ্ন তুলে সরব গ্রামবাসীরা! কী চলছিল জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement