সুন্দরবন বলছে ‘আমিও বাড়ছি’! একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ

Last Updated:
টাইগার রিজার্ভ এলাকায় এই তিনটি এলাকার অন্তর্ভুক্তির ফলে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জের বনকর্মীরা এ বার বিশেষ প্রশিক্ষণের আওতায় আসবেন।
1/6
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার সুন্দরবন বলছে
<strong>রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> এবার সুন্দরবন বলছে "দেখো আমিও বাড়ছি"। এমন ঘটনা বাস্তবে ঘটেছে। বর্তমানে বাঘ বিচরণের জায়গা বেড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে এসেছে সুন্দরবনের কথা। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
2/6
মহারাষ্ট্রের মেলঘাট, ওডিশার সিমলিপাল, অসমের মানস আর ছত্তিসগড়ের ইন্দ্রাবতী টাইগার রিজ়ার্ভকে পিছনে ফেলে একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে আসছে সুন্দরবন। এখন সামনে শুধু রয়েছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর-শ্রীশৈলম টাইগার রিজ়ার্ভ।
মহারাষ্ট্রের মেলঘাট, ওডিশার সিমলিপাল, অসমের মানস আর ছত্তিসগড়ের ইন্দ্রাবতী টাইগার রিজ়ার্ভকে পিছনে ফেলে একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে আসছে সুন্দরবন। এখন সামনে শুধু রয়েছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর-শ্রীশৈলম টাইগার রিজ়ার্ভ। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
3/6
এখনও পর্যন্ত বাদাবনে বাঘের আবাস ছিল ২৫৮৫ বর্গ কিলোমিটার, এই বার সেটি ১০৪৪ বর্গ কিলোমিটার বেড়ে হতে চলেছে ৩৬২৯ বর্গ কিলোমিটার। বর্তমানে সুন্দরবন টাইগার রিজ়ার্ভে এবার জুড়বে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জ।
এখনও পর্যন্ত বাদাবনে বাঘের আবাস ছিল ২৫৮৫ বর্গ কিলোমিটার, এই বার সেটি ১০৪৪ বর্গ কিলোমিটার বেড়ে হতে চলেছে ৩৬২৯ বর্গ কিলোমিটার। বর্তমানে সুন্দরবন টাইগার রিজ়ার্ভে এবার জুড়বে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জ। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
4/6
রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে জানানো হবে, বর্ধিত এলাকার কতটা অংশ কোর এরিয়া ও কতটা বাফার এরিয়া।১০৪৪ বর্গ কিলোমিটার নতুন তিনটি রেঞ্জ 'বাফার এরিয়া' হিসাবে এসটিআর-এ জুড়বে বলে রাজ্য বন দফতর সূত্রে খবর।
রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে জানানো হবে, বর্ধিত এলাকার কতটা অংশ কোর এরিয়া ও কতটা বাফার এরিয়া। ১০৪৪ বর্গ কিলোমিটার নতুন তিনটি রেঞ্জ 'বাফার এরিয়া' হিসাবে এসটিআর-এ জুড়বে বলে রাজ্য বন দফতর সূত্রে খবর। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
5/6
বর্তমানে এসটিআর-র হাতে রয়েছে চারটি রেঞ্জ জাতীয় উদ্যান(পূর্ব), জাতীয় উদ্যান(পশ্চিম), সজনেখালি এবং বসিরহাট। এর সঙ্গেই এবার জুড়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের তিনটি রেঞ্জ।
বর্তমানে এসটিআর-র হাতে রয়েছে চারটি রেঞ্জ জাতীয় উদ্যান(পূর্ব), জাতীয় উদ্যান(পশ্চিম), সজনেখালি এবং বসিরহাট। এর সঙ্গেই এবার জুড়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের তিনটি রেঞ্জ। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
6/6
টাইগার রিজ়ার্ভ এলাকায় এই তিনটি এলাকার অন্তর্ভুক্তির ফলে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জের বনকর্মীরা এ বার বিশেষ প্রশিক্ষণের আওতায় আসবেন। দেশের বাকি টাইগার রিজ়ার্ভের কর্মীদের মতো তাঁরাও ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ ভাতা (রিস্ক অ্যালাওয়েন্স) পাবেন। বর্ধিত এলাকার জন্য কেন্দ্রের আর্থিক অনুমোদনও বেশি পাবে সুন্দরবন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
টাইগার রিজ়ার্ভ এলাকায় এই তিনটি এলাকার অন্তর্ভুক্তির ফলে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জের বনকর্মীরা এ বার বিশেষ প্রশিক্ষণের আওতায় আসবেন। দেশের বাকি টাইগার রিজ়ার্ভের কর্মীদের মতো তাঁরাও ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ ভাতা (রিস্ক অ্যালাওয়েন্স) পাবেন। বর্ধিত এলাকার জন্য কেন্দ্রের আর্থিক অনুমোদনও বেশি পাবে সুন্দরবন। <strong>ছবি ও তথ্য: নবাব মল্লিক</strong>
advertisement
advertisement
advertisement