Viral news: চার চারটে সাপের হাত থেকে বাঁচিয়েছে পোষ্য! চমৎকার বাংলা বোঝে, জানলেন চমকে যাবেন কী প্রাণী

Last Updated:

Viral news: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। তাকেও যেন হার মানাবে বাস্তবের এই বন্ধুত্ব। একজন কথা বলতে পারেনা ঠিক কিন্তু বুঝতে পারে সব। তাই বন্ধুর শরীর খারাপ হলে মনমরা হয়ে পড়ে সে, আবার বাড়িতে অজানা কেউ বা কোন প্রাণী এলে তেড়ে যায় সে।

+
সাপকেও

সাপকেও মেরেছে পোষ্য

মালদহ: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। তাকেও যেন হার মানাবে বাস্তবের এই বন্ধুত্ব। একজন কথা বলতে পারেনা ঠিক কিন্তু বুঝতে পারে সব। তাই বন্ধুর শরীর খারাপ হলে মনমরা হয়ে পড়ে সে, আবার বাড়িতে অজানা কেউ বা কোন প্রাণী এলে তেড়ে যায় সে।
এমনকি বাড়িতে সাপ ঢুকলে ঠুকরে ঠুকরে মেরে ফেলেছে পূর্ণবয়স্ক মোরগটি। আর এই মোরগের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে শিবমের। প্রায় এক বছর আগে তিনটি ছোট্ট মুরগির ছানা কিনেছিল স্কুল পড়ুয়া শিবম চৌধুরী। ১৫ টাকায় তিনটি মুরগি ছানা কিনে তাদের লালনপালন করে। কিন্তু দুটি মারা গেলেও একটি বেঁচে যায়। বর্তমানে ছানাটি এখন পূর্ণবয়স্ক মোরগ। সারাদিন শুভমের সঙ্গে থাকে মোরগটি। এমনকি শুভমের কথা বোঝে। মোরগটির নাম দিয়েছে চুনু।
advertisement
advertisement
নাম ধরে ডাকলেই ছুটে আসে। সারাদিন শুভমের সঙ্গে থাকে। আশেপাশে কোথাও গেলে মোরগটি তার সঙ্গে যায়। এমনকি প্রতিদিন বিকেলে শুভমের সঙ্গে সাইকেলে ঘোরে। শুভম বলে, “মোরগটির ওপর আমার মায়া জন্মেছে। একে আমি কোনদিনই বিক্রি করব না। সমস্ত কিছু একে শেখানো আছে। আমার সঙ্গে খেলা করে বাড়িতে থাকলেই ঘুরে বেড়ায়”।
advertisement
মুরগি ছাড়া দেখতে সুন্দর তাই কিনেছিল শুভম। এখন মোরগটিকে সমস্ত কিছু শিখিয়েছে। বাড়িতে কুকুর, বেড়াল আসলেই তাড়া করে। এমনকি চারটি সাপ মেরে ফেলেছে।‌ শুভম যতক্ষণ বাড়িতে থাকে তার সঙ্গে সব সময় ছায়াসঙ্গীর মতন ঘুরে বেড়ায় মোরগটি। ঘুমোতে যাওয়ার আগে প্রথমে মোরগটিকে ঘুম পাড়ায় শুভম তারপর নিজে ঘুমাতে যায়। শুভম নিজের হাতে খেতে দিলেই খায়‌। কিশোরের সঙ্গে মোরগের এমন বন্ধুত্ব এক নজির তৈরি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral news: চার চারটে সাপের হাত থেকে বাঁচিয়েছে পোষ্য! চমৎকার বাংলা বোঝে, জানলেন চমকে যাবেন কী প্রাণী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement