Honeymoon Destination: হাত বাড়ালেই হিমালয়! মধুচন্দ্রিমায় আসুন পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Honeymoon Destination: আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।
অনির্বাণ রায়, কালিম্পং: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। বিয়ের পরেই মধুচন্দ্রিমার জায়গা খুঁজতে হিমশিম অবস্থা অনেকেরই। আর বাঙালি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামে সময় কাটাতে বেশি পছন্দ করছে। অফবিটের নেশায় এখন ভ্রমণপিপাসুরা এমন জায়গা খুঁজে নিচ্ছে, যার ঠিকানা এর আগে কেউ জানত না। এমনই একটি জায়গা হল পেডং। মধুচন্দ্রিমার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে কালিম্পং জেলার এই ছোট্ট গ্রাম পেডং। তেমন পরিচিত না হলেও একবার এলেই মনে হবে এই ছোট্ট জনপদকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে তার অপরূপ দিয়ে।
কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। কালিম্পং থেকে আলাগাড়া হয়ে যে রাস্তা সিকিমের দিকে বেঁকে গিয়েছে, সেই পথেই নিশ্চুপে ঘুমিয়ে থাকে পেডং। সবুজে ঘেরা এখানের নৈসর্গিক পরিবেশ বার বার মন ছুঁয়ে যায় পর্যটকদের। এখানে নাম না জানা বহু হিমালয়ের পাখির দেখা মেলে। তাদের ডাকই নিমেষে মন ভাল করে দেবে আপনার। আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এছাড়াও পেডংয়ে বসেই দেখা যায় দার্জিলিং, সিকিম, ভুটান এবং তিব্বতের কিছু অংশ। মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
আরও পড়ুন : দেখতে যেন লবঙ্গ বা শিশুদের খেলার ঝুনঝুনি! এই ফুলেই কমবে ওজন ও ব্লাড সুগার
কীভাবে যাবেন, কোথায় থাকবেন:
advertisement
শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনও উত্তরবঙ্গগামী ট্রেনে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারে পেডং। কিংবা কালিম্পং পৌঁছে সেখান থেকেও ঘুরে আসতে পারেন পেডং থেকে। পেডংয়ে থাকার জন্য বেশ কিছু হোমস্টে, গেস্ট হাউস ও রিসর্ট রয়েছে। এখানে থাকা-খাওয়া নিয়ে খরচ পড়বে মাথাপিছু ১,২০০ টাকা থেকে ১,৫০০ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 1:20 PM IST