উভয় সংকটে জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি

Last Updated:

ইচ্ছে ছিল। কিন্তু উপায় নেই। আসন সংরক্ষণের জেরে নিজের এলাকা থেকে প্রার্থী হতে পারছেন না জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি নূরজাহান বেগম

#ধূপগুড়ি: ইচ্ছে ছিল। কিন্তু উপায় নেই।  আসন সংরক্ষণের জেরে  নিজের এলাকা থেকে প্রার্থী হতে পারছেন না  জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি নূরজাহান বেগম। জানিয়েছেন, দলের সিদ্ধান্তই মেনে নেবেন। ভোটেও দাঁড়াবেন। তবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে নয়।  জায়গা পেলে দাঁড়াতে চান জেলা পরিষদের আসনেই।
advertisement
২০১৩ পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থী হিসেবে ধূপগুড়ির গাদং থেকে জেলা পরিষদের আসনে জেতেন নূরজাহান বেগম। সভাধিপতি মনোনীত হন তিনি। ২০১৬ সালে দল বদল। যোগ দেন তৃণমূলে । তাঁকে সভাধিপতির আসনে রেখেই বামেদের জেলা পরিষদের দখল নেয় তৃণমূল। টানা পাঁচ বছর জেলা পরিষদ চালিয়ে এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই চিন্তায় নূরজাহান।
advertisement
নিজের এলাকা ধূপগুড়ি ব্লকের  গাদং ১ ও ২ , সাকোয়াঝোরা ও বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত। এবার তাঁর জেলা পরিষদের আসন সংরক্ষিত তফশিলি জাতির প্রার্থীর জন্য ।  ফলে বিড়ম্বনায় বিদায়ী জেলা সভাধিপতি। শুধু তাই নয়। ধূপগুড়ি ব্লকের  বাকি দুই জেলা পরিষদের আসনও তফশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত। ফের প্রার্থী হতে ইচ্ছুক। তবে পরিস্থিতি বিচার করে অবশ্য বল ঠেলছেন দলের কোর্টে।
advertisement
তবে জানিয়ে দিয়েছেন,  গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির আসনে লড়তে ইচ্ছুক নন তিনি।  নিজের ব্লক ধূপগুড়ির তিনটি আসনই সংরক্ষিত। ফলে প্রার্থী হওয়া যেতে পারে পাশের ব্লক ময়নাগুড়ির আসনে।  ভোটে দাঁড়াতে এবার ব্লক ছাড়তেও রাজি জলপাইগুড়ি জেলার বিদায়ী সভাধিপতি।
বিষয়টি নিয়ে বৈঠকে বসছে জেলা তৃণমূল। তারপরই ঠিক হবে নূরজাহানের রাজনৈতিক ভবিষ্যত।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উভয় সংকটে জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement