#ধূপগুড়ি: ইচ্ছে ছিল। কিন্তু উপায় নেই। আসন সংরক্ষণের জেরে নিজের এলাকা থেকে প্রার্থী হতে পারছেন না জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি নূরজাহান বেগম। জানিয়েছেন, দলের সিদ্ধান্তই মেনে নেবেন। ভোটেও দাঁড়াবেন। তবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে নয়। জায়গা পেলে দাঁড়াতে চান জেলা পরিষদের আসনেই।
আরও পড়ুন : রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস প্রতিনিধি দলের
২০১৩ পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থী হিসেবে ধূপগুড়ির গাদং থেকে জেলা পরিষদের আসনে জেতেন নূরজাহান বেগম। সভাধিপতি মনোনীত হন তিনি। ২০১৬ সালে দল বদল। যোগ দেন তৃণমূলে । তাঁকে সভাধিপতির আসনে রেখেই বামেদের জেলা পরিষদের দখল নেয় তৃণমূল। টানা পাঁচ বছর জেলা পরিষদ চালিয়ে এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই চিন্তায় নূরজাহান।
আরও পড়ুন : সিপিএমকে মনোনয়নে সাহায্য তৃণমূলের
নিজের এলাকা ধূপগুড়ি ব্লকের গাদং ১ ও ২ , সাকোয়াঝোরা ও বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত। এবার তাঁর জেলা পরিষদের আসন সংরক্ষিত তফশিলি জাতির প্রার্থীর জন্য । ফলে বিড়ম্বনায় বিদায়ী জেলা সভাধিপতি। শুধু তাই নয়। ধূপগুড়ি ব্লকের বাকি দুই জেলা পরিষদের আসনও তফশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত। ফের প্রার্থী হতে ইচ্ছুক। তবে পরিস্থিতি বিচার করে অবশ্য বল ঠেলছেন দলের কোর্টে।
তবে জানিয়ে দিয়েছেন, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির আসনে লড়তে ইচ্ছুক নন তিনি। নিজের ব্লক ধূপগুড়ির তিনটি আসনই সংরক্ষিত। ফলে প্রার্থী হওয়া যেতে পারে পাশের ব্লক ময়নাগুড়ির আসনে। ভোটে দাঁড়াতে এবার ব্লক ছাড়তেও রাজি জলপাইগুড়ি জেলার বিদায়ী সভাধিপতি।
বিষয়টি নিয়ে বৈঠকে বসছে জেলা তৃণমূল। তারপরই ঠিক হবে নূরজাহানের রাজনৈতিক ভবিষ্যত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri zilla parishad, North Bengal Panchayat Election 2018, Panchayat Election 2018, South Bengal Panchayet election, West bengal