Jalpaiguri News: নেননি আবাসের ঘর, ভাঙা ঘরেই সামলান গ্রামের কাজ! এই পঞ্চায়েত সদস্য অনন্য

Last Updated:

North Bengal news: জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো পুজো করেন। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোনপাকুড়ির বোদাপাড়ায় তাঁর টিনের চাল, বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণ।

+
সিপিএমের

সিপিএমের পঞ্চায়েত সদস্য

জলপাইগুড়ি: জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো পুজো করেন। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোনপাকুড়ির বোদাপাড়ায় তাঁর টিনের চাল, বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণ। পঞ্চায়েত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন রমেন্দ্রনাথ রায়। নিজের জন্য কখনওই আবাস যোজনার ঘর নেননি। তাঁর চার বিঘা কৃষিজমিই তার একমাত্র সম্পত্তি, এমনটাই দাবি।
তৃণমূল শাসিত জমানাতেও মানুষ তাকেই ভোট দিয়েছেন। রমেন্দ্রনাথের বাবা মহেন্দ্রনাথ রায়ও দীর্ঘকাল সিপিএমের পঞ্চায়েত সদস্য ছিলেন। পরিবারে সততা, নিষ্ঠা ও আদর্শের যে সংস্কার, তা আজও ধরে রেখেছেন রমেন্দ্রনাথ। রমেন্দ্রনাথ রায়ের বাড়ির এক কোণে ঠাকুরঘর। সেখানে স্থান পেয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবিও।
advertisement
advertisement
রমেন্দ্রনাথ বলেন, “তিনি শুধু নেতা নন, আমাদের কাছে আদর্শ, সততার প্রতীক। তাই তাঁর ছবি আমাদের দেবতার পাশেই জায়গা পেয়েছে।” স্থানীয় বাসিন্দাও বলেন, “রমেন্দ্রনাথবাবু মানুষের পাশে দাঁড়ান, নিজের জন্য কিছু চান না। উনি সত্যিই এক বিরল মানুষ।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: নেননি আবাসের ঘর, ভাঙা ঘরেই সামলান গ্রামের কাজ! এই পঞ্চায়েত সদস্য অনন্য
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement