Jalpaiguri News: নেননি আবাসের ঘর, ভাঙা ঘরেই সামলান গ্রামের কাজ! এই পঞ্চায়েত সদস্য অনন্য
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal news: জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো পুজো করেন। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোনপাকুড়ির বোদাপাড়ায় তাঁর টিনের চাল, বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণ।
জলপাইগুড়ি: জ্যোতি বসুকে দেবতার আসনে রেখে পুজো পুজো করেন। জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের কোনপাকুড়ির বোদাপাড়ায় তাঁর টিনের চাল, বাঁশের বেড়ার বাড়ি আজও সাক্ষী সততার এক বিরল উদাহরণ। পঞ্চায়েত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন রমেন্দ্রনাথ রায়। নিজের জন্য কখনওই আবাস যোজনার ঘর নেননি। তাঁর চার বিঘা কৃষিজমিই তার একমাত্র সম্পত্তি, এমনটাই দাবি।
তৃণমূল শাসিত জমানাতেও মানুষ তাকেই ভোট দিয়েছেন। রমেন্দ্রনাথের বাবা মহেন্দ্রনাথ রায়ও দীর্ঘকাল সিপিএমের পঞ্চায়েত সদস্য ছিলেন। পরিবারে সততা, নিষ্ঠা ও আদর্শের যে সংস্কার, তা আজও ধরে রেখেছেন রমেন্দ্রনাথ। রমেন্দ্রনাথ রায়ের বাড়ির এক কোণে ঠাকুরঘর। সেখানে স্থান পেয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবিও।
advertisement
advertisement
রমেন্দ্রনাথ বলেন, “তিনি শুধু নেতা নন, আমাদের কাছে আদর্শ, সততার প্রতীক। তাই তাঁর ছবি আমাদের দেবতার পাশেই জায়গা পেয়েছে।” স্থানীয় বাসিন্দাও বলেন, “রমেন্দ্রনাথবাবু মানুষের পাশে দাঁড়ান, নিজের জন্য কিছু চান না। উনি সত্যিই এক বিরল মানুষ।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 8:34 PM IST
