Pabong homestay: বড়দিন হোক বা নতুন বছর! ছুটিতে ডাকছে সবুজে ঘেরা কালিম্পংয়ের পাহাড়ি গ্রাম "পাবং'!
- Published by:Piya Banerjee
Last Updated:
Pabong homestay: এখনও ঠিক করতে পারেননি ২৫ ডিসেম্বর বা ১ জানুয়ারির বেড়াতে যাওয়ার স্পট? চিন্তা নেই! চট করে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম পাবং থেকে।
#শিলিগুড়ি: চেনা গণ্ডি নয় । অচেনা পাহাড়ি এলাকায় হোক বড় দিনের ছুটিতে চুপচাপ অনাবিল আনন্দে কাটিয়ে আসা (Travel) । পাহাড় মানেই যে শুধু শৈলশহর দার্জিলিং, মিরিক বা "সাদা অর্কিডের দেশ" হিসেবে পরিচিত কার্শিয়ং নয়। সেই মিথ ভাঙতেই পাহাড়ের কোলে বেড়াবার নয়া ঠিকানার খোঁজে আমরা। এমনই এক পাহাড়ি গ্রাম "পাবং"। এনজেপি থেকে ৬৫ কিলোমিটার দূরে কালিম্পং পাহাড়ের ছোট্ট গ্রাম। নাম তার পাবং। সবেমাত্র হোম স্টে'র যাত্রা শুরু হয়েছে পাবংয়ে (pabong homestay) । প্রায় ৩ হাজার ৯০০ ফুট উঁচুতে পাহাড়ি এই গ্রাম পুরোটাই ঘেরা সবুজে। এখানকারই হোম স্টে "কোপা ভিলা "।
সাত সকালে জানালা খুললেই বেডরুম থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দিয়ে দিনের শুরুটা করা যেতেই পারে। আর লনে বসেই দেখা যাবে ঘুমন্ত বুদ্ধর অপরূপ দর্শন। ধবধবে সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা! খুব কাছেই রয়েছে সান রাইজ দেখার ভিউ পয়েন্ট। চারপাশে রয়েছে জঙ্গল, নদী আর পাহাড়ি ঝোড়া(pabong homestay)। অদূরেই পানবু ভিউ পয়েন্ট। রয়েছে নোকডারা লেক, ডাবলিং, সামথার লেক। দিনভর ইতিউতি ঘোরাফেরা। ইচ্ছে হলে ট্রেকিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করে নেওয়া। তারপর সন্ধ্যেয় ফিরে এসে বন ফায়ার বা বারবিকিউ করতে পারবেন পর্যটকেরা। এক্কেবারে নিঝুম এই পাহাড়ি গাঁয়ে ঘোরার ষোলো আনা মজা লুফে নিতে পারবেন পর্যটকেরা।
advertisement
advertisement
এখান থেকে কালিম্পং শহরের দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার। সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি হয় শাক, সবজি। আলু, বিন্স, স্কোয়াশ, বাঁধাকপি, ফুলকপি, ভেণ্ডি, বেগুন, গাজর সহ নানান পাহাড়ী শাক(pabong homestay)। মিলবে পাহাড়ি ডল্লে লঙ্কাও! দেশী চিকেন বা এগ কারি তো মিলবেই। সঙ্গে পর্যটকেরা চাইলে স্থানীয় রকমারি নেপালী খাবারও উঠতে পারে পাতে। সেজন্য অবশ্য বাড়তি খরচ বহন করতে হবে। এমনিতে থাকা এবং খাওয়া মিলিয়ে মাথাপিছু খরচ দিনপ্রতি ১২০০ টাকা। যাতায়াতের গাড়িভাড়া বা ভিউ পয়েন্ট দেখার জন্যে অতিরিক্ত টাকা দিতে হবে। কীভাবে যাবেন পাবংয়ে? (১) এনজেপি বা বাগডোগরা বিমানবন্দর থেকে কালীঝোরা অথবা ২৯ মাইল হয়ে সোজা পাবং।(২) এনজেপি বা বাগডোগরা বিমানবন্দর থেকে ঘুরপথে কালিম্পং হয়ে পাবং।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2021 8:13 PM IST