Jalpaiguri News :দুর্ঘটনার পর মুখের আঘাত! স্বস্তির খবর, এবার জেলাতেই হবে চিকিৎসা

Last Updated:

মুখ বিকৃতি সারবে এই শহরেই! ভয়াবহ দুর্ঘটনার কবলে হোক কিংবা অন্য কোনও গুরুতর কারণ মুখাবয়ব ক্ষতিগ্রস্ত হলে আর ছুটতে হবে না ভিন রাজ্যে।

+
জলপাইগুড়িতেই

জলপাইগুড়িতেই চালু ওরাল-ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ইউনিট

সুরজিৎ দে, জলপাইগুড়ি: এবার আর ভয় নেই, মুখ বিকৃতি সারবে জলপাইগুড়ি শহরেই! ভয়াবহ দুর্ঘটনার কবলে হোক কিংবা অন্য কোনও গুরুতর কারণে মুখাবয়ব ক্ষতিগ্রস্ত হলে আর ছুটতে হবে না ভিন রাজ্যে! এবার অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে জলপাইগুড়িতেই। শহরবাসীর জন্যে নিঃসন্দেহে এটি এক বড় স্বস্তির খবর।
মুখ বিকৃতি নিয়ে আর ভিন রাজ্যে ছুটতে হবে না। বাইক বা গাড়ি দুর্ঘটনার পর মুখাবয়বে গুরুতর আঘাত পাওয়া রোগীরা এবার জলপাইগুড়িতেই পাবেন আধুনিক চিকিৎসা পরিষেবা। রাজবাড়ী লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে সম্প্রতি চালু হয়েছে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ইউনিট। এই পরিষেবার সূচনা করেছেন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ সৌভিক চ্যাটার্জি। তিনি জানান, “এই সার্জারি ইউনিট মূলত মুখ, চোয়াল, ঠোঁট ও গলার আশপাশের জটিল আঘাত বা ত্রুটির আধুনিক চিকিৎসা করে। যা এতদিন উত্তরবঙ্গের মতো জায়গায় স্বপ্নের মতোই ছিল।”
advertisement
advertisement
আগে এমন পরিষেবার জন্য শিলিগুড়ি বা কলকাতা তো বটেই, অনেকে ছুটতেন ভিন রাজ্যেও। জাতীয় সড়ক ঘেঁষে থাকা জলপাইগুড়িতে প্রতিদিনই ঘটে ছোট-বড় নানা দুর্ঘটনা। একাধিক রোগীর মুখাবয়বে গভীর ক্ষত নিয়ে পড়তে হত অসহনীয় সমস্যায়। এই প্রসঙ্গে ডাঃ চ্যাটার্জির বলেন, “আমরা ইতিমধ্যেই বাইক ও ছোট গাড়ি দুর্ঘটনার একাধিক রোগীর জটিল মুখের অস্ত্রোপচার সফলভাবে করেছি। এই পরিষেবা এক অর্থে জলপাইগুড়িবাসীর বড় প্রাপ্তি।”
advertisement
এই সার্জারির পরিসরে রয়েছে— আক্কেল দাঁত তোলা, মুখের ভাঙা হাড় জোড়া লাগানো, মুখে টিউমার অপসারণ, ঠোঁট ও তালু ফাটার সার্জারি, এবং মুখের পুনর্গঠন। মেডিক্যাল কলেজ স্থাপনের পর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিকাঠামোয় ধীরে ধীরে ইতিবাচক বদল এসেছে— এ যেন তারই পরিণতি। এবার মুখাবয়বের ক্ষতও সারবে শহরের মাটিতেই!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News :দুর্ঘটনার পর মুখের আঘাত! স্বস্তির খবর, এবার জেলাতেই হবে চিকিৎসা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement