Jalpaiguri News: পেঁয়াজের বাজারে দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ, বর্ষায় চাষ শুরু হচ্ছে উত্তরবঙ্গে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বর্ষাকালে পেঁয়াজের দাম যেন ঝাঁঝ বাড়ায়, ভোক্তার চোখে জল! একদিকে জোগান কমের কারণে দাম ঊর্ধ্বমুখী পেঁয়াজের। হাত পুড়ছে সাধারণের। তবে, উত্তরবঙ্গে বর্ষার সময়ে পেঁয়াজের এই টানাপোড়েন মেটাতে উদ্যোগ নিল উদ্যান পালন দফতর। আশার আলো দেখছে কৃষককুল। এবার সেই চিরচেনা দৃশ্য বদলাতে চলেছে।
সুরজিৎ দে, জলপাইগুড়ি: বর্ষাকালে পেঁয়াজের দাম যেন ঝাঁঝ বাড়ায়, ভোক্তার চোখে জল! একদিকে জোগান কমের কারণে দাম ঊর্ধ্বমুখী পেঁয়াজের। হাত পুড়ছে সাধারণের। তবে, উত্তরবঙ্গে বর্ষার সময়ে পেঁয়াজের এই টানাপোড়েন মেটাতে উদ্যোগ নিল উদ্যান পালন দফতর। আশার আলো দেখছে কৃষককুল। এবার সেই চিরচেনা দৃশ্য বদলাতে চলেছে। উদ্যান পালন দফতরের বিশেষ উদ্যোগে উত্তরবঙ্গে শুরু হচ্ছে বর্ষাকালীন পেয়াঁজ চাষ। ‘এগ্রি ফাউন্ড ডার্ক রেড’ নামের বিশেষ প্রজাতির এই পেয়াঁজ পরীক্ষামূলকভাবে চাষ করা হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়— মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। অগাস্টের প্রথম সপ্তাহেই কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে বীজ।
বর্ষাকালে সাধারণত স্থানীয়ভাবে পেঁয়াজের চাষ না হওয়ায় নাসিক-সহ বাইরের রাজ্য থেকে আসা পেয়াঁজেই ভরসা রাখতে হয়। ফলস্বরূপ বাড়ে দাম, কমে জোগান। এই সমস্যার সমাধানেই এবার আগেভাগেই চাষের পরিকল্পনা নিয়েছে দফতর।উঁচু জমিতে পলিথিন শিট দিয়ে বীজ বপন করে চারা তৈরির পর সেপ্টেম্বর মাসে তা জমিতে রোপণ করবেন কৃষকেরা। মাত্র ১ কেজি বীজেই চাষ করা যাবে ১ বিঘা জমিতে। উৎপাদন হতে পারে বিঘা প্রতি প্রায় ৪০ কুইন্টাল পেয়াঁজ। মালদায় ৩০০ কেজি, জলপাইগুড়িতে ২০০ কেজি, আলিপুরদুয়ারে ১০০ কেজি, উত্তর দিনাজপুরে ১১০ কেজি ও দক্ষিণ দিনাজপুরে ৫০ কেজি বীজ বিতরণের পরিকল্পনা করা হয়েছে। উদ্যান পালন দফতরের আধিকারিক খুরশিদ আলম বলেন, “চাষে সাফল্য এলে আগামী দিনে উত্তরবঙ্গ জুড়ে বর্ষাকালীন পেয়াঁজ চাষ ছড়িয়ে দেওয়া হবে।” এই প্রকল্প শুধু কৃষকের লাভ নয়, উপকৃত হবেন সাধারণ মানুষও— ঝাঁঝ থাকবে পেয়াঁজে, দামে নয়!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 5:22 PM IST
