ইব্রাহিমপুরে তৃণমূল-ফরয়ার্ড ব্লক সংঘর্ঘ, মৃত তৃণমূল কর্মী
Last Updated:
তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক সংঘর্ষে মৃত এক তৃণমূল কর্মী ৷ আহত হয়েছেন আরও একজন। তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইব্রাহিমপুর গ্রামের।
#ইব্রাহিমপুর: তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক সংঘর্ষে মৃত এক তৃণমূল কর্মী ৷ আহত হয়েছেন আরও একজন। তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইব্রাহিমপুর গ্রামের। পুলিশ এই ঘটনায় তিন ফরয়ার্ড ব্লক সমর্থককে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকলেও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে জানিয়েছে পুলিশ।
তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে ইব্রাহিমপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা হয়। সেই সভার উপর হামলা চালায় ফরয়ার্ড ব্লক সমর্থকরা। বাঁশের আঘাতে মৃত্যু হয় মাজাহার আলম নামের এক কর্মীর। তবে ফরয়ার্ড ব্লক এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি টিউবওয়েলের পাড়ে পড়ে মৃত্যু হয়েছে মাজাহারের। পুলিশ নিরীহ তিনজনকে তুলে নিয়ে গিয়েছে। তৃনমূল কংগ্রেস নেতা লাল মহম্মদ জানিয়েছেন, চাকুলিয়ার বিধায়ক এই এলাকায় এসে অশান্তি সৃষ্টি করছেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 12, 2018 1:51 PM IST