ইব্রাহিমপুরে তৃণমূল-ফরয়ার্ড ব্লক সংঘর্ঘ, মৃত তৃণমূল কর্মী

Last Updated:

তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক সংঘর্ষে মৃত এক তৃণমূল কর্মী ৷ আহত হয়েছেন আরও একজন। তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইব্রাহিমপুর গ্রামের।

#ইব্রাহিমপুর: তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক সংঘর্ষে মৃত এক তৃণমূল কর্মী ৷ আহত হয়েছেন আরও একজন। তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইব্রাহিমপুর গ্রামের। পুলিশ এই ঘটনায় তিন ফরয়ার্ড ব্লক সমর্থককে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকলেও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে জানিয়েছে পুলিশ।
তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে ইব্রাহিমপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা হয়। সেই সভার উপর হামলা চালায় ফরয়ার্ড ব্লক সমর্থকরা। বাঁশের আঘাতে মৃত্যু হয় মাজাহার আলম নামের এক কর্মীর। তবে ফরয়ার্ড ব্লক এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি টিউবওয়েলের পাড়ে পড়ে মৃত্যু হয়েছে মাজাহারের। পুলিশ নিরীহ তিনজনকে তুলে নিয়ে গিয়েছে। তৃনমূল কংগ্রেস নেতা লাল মহম্মদ জানিয়েছেন, চাকুলিয়ার বিধায়ক এই এলাকায় এসে অশান্তি সৃষ্টি করছেন।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ইব্রাহিমপুরে তৃণমূল-ফরয়ার্ড ব্লক সংঘর্ঘ, মৃত তৃণমূল কর্মী
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement