পড়ে রইল জামা-জুতো, প্রাতঃভ্রমণে বেরিয়ে গদাধর নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ

Last Updated:

প্রাতঃভ্রমণে বেরিয়ে গদাধর নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ। আত্মহত্যা করতেই তিনি মারণঝাঁপ দিয়েছেন কি না খতিয়ে দেখছে পুলিশ।

#আলিপুরদুয়ার: প্রাতঃভ্রমণে বেরিয়ে গদাধর নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ। আত্মহত্যা করতেই তিনি মারণঝাঁপ দিয়েছেন কি না খতিয়ে দেখছে পুলিশ।
আলিপুরদুয়ারের গদাধর নদীতে তলিয়ে গেলেন ৬০ বছরের মন্টু সরকার নামে এক বৃদ্ধ। ঘটনাটা ঘটেছে আলিপুরদুয়ার জেলার ২নং ব্লক এলাকায়। স্থানীয় মানুষের কাছ থেকে জানা গিয়েছে, তিনি প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ তারপর হঠাৎ স্থানীয় মানুষের নজরে আসে তাঁর জামা এবং জুতো পড়ে রয়েছে ৷ এরপরেই প্রশাসনকে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা ৷ তবে দীর্ঘ প্রচেষ্টার পরও খুজে পাওয় যায়নি তাঁকে । আলিপুরদুয়ার জেলার ২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি অনুপ দাস বলেন, প্রশাসন দারুণ ভাবে চেষ্টা করছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পড়ে রইল জামা-জুতো, প্রাতঃভ্রমণে বেরিয়ে গদাধর নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement