দার্জিলিংয়ের এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা! অনেকেই জানেন না
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling- গরম গরম দার্জিলিং চা হাতে চোখের সামনে ভাসবে সাদা বরফের চাদরে মোরা সেই মায়াবী কাঞ্চনজঙ্ঘা, যার টানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা।
দার্জিলিং: জানেন কি, দার্জিলিং-এর এই জায়গায় দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা! ডিসেম্বরে কনকনে শীতে কুয়াশাচ্ছন্ন আকাশের মাঝেও আকাশ হালকা পরিষ্কার হতেই শৈল শহর দার্জিলিং-এর বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের ধরা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
উত্তরবঙ্গ মানেই পাহাড়ের রানি দার্জিলিং, যেখানে দাঁড়িয়ে দুচোখ ভরে উপভোগ করা যায় বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা। বরাবরই কাঞ্চনজঙ্ঘাকে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে উপভোগ করতেই দার্জিলিংয়ে ছুটে আসেন পর্যটকেরা। সকলের মনেই একটা প্রশ্ন থাকে, দার্জিলিংয়ের কোথায় দাঁড়ালে দুচোখ ভরে মায়াবী কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা যায়?
আরও পড়ুন- ঠান্ডায় জবুথবু,শীতের বিরাট ঝাঁকুনি অপেক্ষা,৪৮ঘণ্টার ব্যবধানে বদলাবে হাওয়ার গতি
শৈলশহর দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেলেও দার্জিলিং এর এই জায়গায় বসে গরম চা হাতে চোখের সামনে ঘুমন্ত বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘাকে দেখার মজাটাই যেন একদম আলাদা। তবে মনে প্রশ্ন জাগতেই পারে কোথায় এই জায়গা?
advertisement
advertisement
আসলে এই জায়গাটি হল দার্জিলিংয়ের বহু চর্চিত এবং ইতিহাসের সাক্ষী অবজারভেটারি হিল। দার্জিলিং মলের পাশ দিয়েই চলে গিয়েছে এই রাস্তা। এর আগেই রাস্তার ধারেই বসত মহাকাল মার্কেট। আপনিও যদি শীতের আমেজে গরম চায়ের ধোয়ায় বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘার মজা নিতে চান, তা হলে এই রাস্তা ধরে কিছুটা হেঁটে যেতেই দেখতে পাবেন।
advertisement
গরম গরম দার্জিলিং চা হাতে চোখের সামনে ভাসবে সাদা বরফের চাদরে মোরা সেই মায়াবী কাঞ্চনজঙ্ঘা, যার টানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। এই জায়গায় বসে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখে আনন্দে আত্মহারা পর্যটকেরা।
আরও পড়ুন- শরতের পর ফের শীতে দুর্গাপুজোয়ে আনন্দমুখর জলপাইগুড়িবাসী! অবাক হচ্ছেন?
শৈল শহরের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে সাদা বরফের চাদরের মোরা কাঞ্চনজঙ্ঘা। বিভিন্ন সময় বিভিন্ন রূপে পর্যটকদের কাছে ধরা দিয়ে থাকে সকলের আবেগ, ভালবাসার কাঞ্চনজঙ্ঘা। শীতের ছুটিতে আপনিও যদি মনমুগ্ধ করা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে চান তাহলে অবশ্যই যেতে হবে এই অবজারভেটারি হিলে।
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 5:27 PM IST