Tomtom Car: প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই খেলনা গাড়ি! টানলেই আওয়াজ হয় টম টম!

Last Updated:

কোচবিহারের রাসমেলা ও টমটম গাড়ি যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ।

+
টমটম

টমটম গাড়ি

কোচবিহার: কোচবিহারের রাসমেলা ও টমটম গাড়ি যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। মূলত এই কারণেই দীর্ঘ সময় ধরে এই খেলনার বিক্রেতারা রাস মেলার সময় কোচবিহারের এসে থাকেন। প্রাচীন রাস মেলায় বহু পরিবর্তন এলেও বদলায়নি এই টমটম গাড়ি বিক্রি। একদল ব্যবসায়ী প্রতিবছর তাঁদের তৈরি এই খেলনা বিক্রি করতে আসেন বিহার রাজ্য থেকে। এই খেলনার দাম আগে কম থাকলেও। বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির কারণে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত হয়েছে এই খেলনার দাম। তবুও এই খেলনার কদর যেন আজও অমলিন রয়ে গিয়েছে। আজও এই খেলনা হাতে নিলেই যেন মনে পড়ে শৈশবের কথা।
মূলত মাটির বাটি, মাটির চাকা এবং বাঁশের কাঠির দিয়ে বানানো হয়ে থাকে এই খেলনা। এর নাম টম টম গাড়ি হওয়ার পেছনে রয়েছে এই খেলনার বৈশিষ্ট্য। আজও বাচ্চাদের নিত্যনতুন আধুনিক খেলনাকে সহজেই টেক্কা দেয় এই টমটম খেলনা গাড়ি। রাস মেলায় আসা দুই টমটম গাড়ি প্রস্তুতকারী মহম্মদ সামাদ এবং মহম্মদ খুশি জানান,”কোচবিহারের রাস মেলায় ছোটদের জন্য তৈরি এই খেলনা খুব পছন্দের সকলের। এই খেলনায় দড়ি বেঁধে টানলে টমটম আওয়াজ করে বলেই এর নাম দেওয়া হয়েছে টমটম গাড়ি।”
advertisement
আরও পড়ুন: শুধু গ্রিন টি খেলেই হবে না! সঙ্গে মেশান এক চিমটে এই গুঁড়ো, কয়েকদিনেই ঝরবে মেদ
আরও এক টমটম গাড়ি বিক্রেতা মহম্মদ আজমল জানান, “এই মেলায় আসার সূচনা হয়েছিল তাঁদের পূর্বপুরুষদের থেকে। বংশ পরম্পরায় আজও বিহার থেকে প্রতিবছর তাঁরা এই টমটম গাড়ি নিয়ে আসেন রাস মেলায়। এই টমটম গাড়ির বর্তমান দাম রয়েছে ২০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত।” কোচবিহারের বাসিন্দা রাজু কুন্ডু জানান, “প্রতিবছর বাচ্চাদের জন্য এই গাড়ি কেনেন তিনি। রাস মেলা ছাড়া এই খেলনা পাওয়া যায় না। দাম একদম সামান্য। তাই সবার খুব একটা আপত্তি থাকে না এই খেলনা কেনার ক্ষেত্রে।”
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি! ট্রাকের ধাক্কা, আহত ৩ পুলিশকর্মী এবং ৩ সিভিক
রাস মেলার সময় ছোটবেলার স্মৃতিচারণ করতে অনেকেই কিনে থাকেন এই টমটম গাড়ি। আজও এই খেলনা টমটম গাড়ি হাতে নিলেই যেন মুহূর্তে শৈশবের দিনের কথা মনে পড়ে যায়। আধুনিকতার যুগে একাধিক নিত্যনতুন ধরনের খেলনা এসেছে বাজারে। তবুও প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি বাচ্চাদের এই খেলনার কদর কিন্তু কমেনি বিন্দুমাত্র। স্বল্প দামের এই খেলনা যেন রাস মেলার এক আলাদা নস্টালজিয়া তৈরি করে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tomtom Car: প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই খেলনা গাড়ি! টানলেই আওয়াজ হয় টম টম!
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement