advertisement

শিলিগুড়ি ঢোকা-বেরনো এবার আরও সহজ...! এল রেলের দুর্দান্ত প্রযুক্তি, বিরাট সাফল্য উত্তর পূর্ব রেলের!

Last Updated:

North East Railways: কাটিহার ডিভিশনের ধূমডাঙ্গীতে অ্যাভান্সড ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সফল সূচনা করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। 

উত্তর পূর্ব রেলের বিরাট সাফল্য
উত্তর পূর্ব রেলের বিরাট সাফল্য
শিলিগুড়ি: কাটিহার ডিভিশনের ধূমডাঙ্গীতে অ্যাভান্সড ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সফল সূচনা করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেল সম্প্রতি কাটিহার ডিভিশনের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ধূমডাঙ্গীতে একটি আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) সিস্টেমের সফল কমিশনিংয়ের মাধ্যমে একটি বড় প্রযুক্তিগত মাইলফলক অর্জন করেছে।
এই উন্নত সিমেন্স এমকে-II ইআই-কে পূর্ববর্তী প্যানেল ইন্টারলকিং-এর জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে এই অঞ্চলে ট্রেন চলাচলে সুরক্ষা, নির্ভরযোগ্যতা এবং পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই আপগ্রেডটি আরও শক্তিশালী, অটোম্যাটেড এবং ডিজিটালি কন্ট্রোলড সিগন্যালিং অপারেশনস করতে ডিজাইন করা হয়েছে।
advertisement
advertisement
নতুন চালু হওয়া এই সিস্টেমে বিভিন্ন উন্নত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ইনডিপেনডেন্ট এবং ডামি শান্ট সিগন্যালের ব্যবস্থা, মজবুত লেভেল ক্রসিং পরিকাঠামো এবং উন্নত ডিজিটাল মনিটরিং ক্ষমতাও রয়েছে। এই সিস্টেমে ৪৫টি রুট, ৩৩টি ট্র্যাক সার্কিট, ৯টি মেইন সিগন্যাল, ৮টি ইনডিপেনডেন্ট শান্ট সিগন্যাল, ২টি ডামি শান্ট সিগন্যাল, ১৬টি পয়েন্ট, ২টি গুরুত্বপূর্ণ এফএনমাক্স ইউনিট এবং অটো সেকশন প্রদর্শনের জন্য ২টি নন-ভাইটাল মাক্স ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
আধুনিকীকরণের অংশ হিসেবে, এলসি গেটঃ এনসি-২৬, এনসি-২৯ ও এনসি-৩১ এ বিদ্যমান ম্যানুয়াল লিফটেড ব্যারিয়ারগুলিকেও সুরক্ষার মান বৃদ্ধির জন্য বৈদ্যুতিক ভাবে লিফটেড ব্যারিয়ার দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। কমিশনিং প্রক্রিয়ার পর ট্রেন চলাচল সুষ্ঠুভাবে আবারও শুরু হয়েছে।
advertisement
প্রথম ট্রেন, ১২৩৪৫ আপ সরাইঘাট এক্সপ্রেস, ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ০১:৩২ ঘণ্টায় এবং পরবর্তীকালে ১৫৬৪৮ ডাউন মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস ০১:৩৪ ঘণ্টায় ধূমডাঙ্গী অতিক্রম করে, যা আপগ্রেড করা সিগন্যালিং সিস্টেমের নিরবচ্ছিন্নভাবে কাজ আরও সুনিশ্চিত করে তুলবে। এই সফল কমিশনিং, আরও উন্নত প্রযুক্তিযুক্ত, সুরক্ষিত এবং নির্ভরযোগ্য রেল চলাচলের দিকে একটি বড় পদক্ষেপ হতে চলেছে। এই পদক্ষেপ দ্বারা ধারাবাহিকভাবে আধুনিকীকরণ এবং যাত্রী ও মালবাহী পরিষেবাকে আরও উন্নত করার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দৃঢ় প্রতিশ্রুতিকে আরও নিশ্চিত করে তুলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়ি ঢোকা-বেরনো এবার আরও সহজ...! এল রেলের দুর্দান্ত প্রযুক্তি, বিরাট সাফল্য উত্তর পূর্ব রেলের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কড়া ঠান্ডা নেই শেষ জানুয়ারির শেষ সপ্তাহে, রবি ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা
কড়া ঠান্ডা নেই শেষ জানুয়ারির শেষ সপ্তাহে, রবি ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা
  • কড়া ঠান্ডা নেই শেষ জানুয়ারির শেষ সপ্তাহে

  • রবি ও সোমবার ফের বাড়বে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement