North Dinajpur news: পর পর আত্মহত্যা...রাত নামলেই অশরীরীর আতঙ্কে কাঁপছে গোটা এই গ্রাম

Last Updated:

North Dinajpur news: গ্রামের বেশিরভাগ মানুষই এখন ভয় পাচ্ছেন ভূতের। কারণ একটাই তাদের মনে এমন বাস বেঁধে গিয়েছে যে গত দু-তিন মাস ধরে এই গ্রামে পরপর তিনটি আত্মহত্যার মত ঘটনা ঘটেছে।

+
ভূতের

ভূতের ভয় গ্রামে

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: ভূতের ভয়ে সন্ধ্যা নামতেই নিঃশব্দ হয়ে যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুরেরগ্রাম।প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে, উন্নত হচ্ছে চিন্তাভাবনা। কিন্তু, তার মধ্যেও এখনও পর্যন্ত কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। এমন একটি গ্রামের ছবি ধরা পড়ল, যেখানে গ্রামের বেশিরভাগ মানুষই এখন ভয় পাচ্ছেন ভূতের।
কারণ একটাই।এই গ্রামে পরপর তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে যে সন্ধ্যা হতে না হতে তাঁরা আর ঘর থেকে বেরোচ্ছেন না। শুধু তাই নয়, দিনের বেলাতেও এখানকার গ্রামবাসীদের মধ্যে চোখে মুখে ভূতের আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে।
এদিকে এই ঘটনার খবর জানা মাত্রই কালিয়াগঞ্জ ব্লক মেডিক্যাল অফিসার-সহ জেলার ডেপুটি সিএমওএইচ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং আগামিদিনে গ্রামবাসীদের করণীয় কী, সে ব্যাপারেও তাঁরা গ্রামবাসীদের একত্রিত করে সচেতন করেন। তবে কী কারণে এই ভূতের ভয়?
advertisement
advertisement
আরও পড়ুন :  চড়চড়িয়ে বাড়বে ব্লাড সুগার! এই ভুলগুলি করলেই ডায়াবেটিসে ঝাঁঝরা হবে শরীর
জানা যায় এই গ্রামে বেশ কিছুদিন ধরে একের পর এক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মতো ঘটনা ঘটছে বিনা কারণেই। তাই গ্রামবাসীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে এটা কোনও অপদেবতার কাজ। তাই এমন ভাবে আত্মহত্যা হচ্ছে গ্রামে।
advertisement
বিজ্ঞান মঞ্চের সদস্য মলয় আদব বলেন, ‘‘ভূত বলে কিছু হয় না। এটা ওনাদের মনের ভুল। তাই ভুল ভাঙাতে আমরা এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছি।সাধারণ গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ভূতের ভয় পাচ্ছেন তাঁরা। বাড়ি থেকে কেউই বের হতে চাচ্ছেনা সন্ধ্যার পর। আমরা এখানে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদেরক সচেতন করছি এবং আগামী দিনে কী কী করা উচিত গ্রামবাসীদের সেটাও আমরা বুঝিয়েছি।
advertisement
এদিকে যখন প্রশাসনের কর্মকর্তারা গ্রামের সাধারণ মানুষদের কাছে আসেন তখন এই গ্রামের বেশিরভাগ মানুষই তাদের আতঙ্কের কথা তাদের সামনে ব্যক্ত করেন। প্রশাসনের কর্মকর্তাদের গোটা গ্রাম ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষদের মধ্যে ভূত নিয়ে যে একটা গুজব ছড়িয়েছে সে বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সচেতন করান।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur news: পর পর আত্মহত্যা...রাত নামলেই অশরীরীর আতঙ্কে কাঁপছে গোটা এই গ্রাম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement