North Dinajpur News: মন্দিরে বিয়ে করলেন প্রেমিক প্রেমিকা, সংসার শুরুর বদলে যা করলেন, জানলে শিউরে উঠবেন ভয়ে
- Published by:Raima Chakraborty
Last Updated:
North Dinajpur News: দুই যুগলের মারাত্মক পরিণতি উত্তর দিনাজপুরে। গোটা গ্রামে চাঞ্চল্য।
করণদিঘি: প্রেমিক প্রেমিকার এমন চরম পরিণতি। গোটা গ্রাম শিউরে উঠছে। মৃত্যুর আগে দু'জনে বিয়ে করে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার খেতরাবাড়ি গ্রামে ঘটেছে।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। করণদিঘি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ফাদিলপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র উদয় দাস। অন্যজন, করণদিঘি ব্লকের ঝাড়বাড়ি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী শান্তি দাসের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল।
advertisement
আরও পড়ুন: ঘরে মৃতদেহের সারি, পড়ে ৪ লাশ! দুর্গাপুরে হাড়হিম কাণ্ড, আসল ঘটনা জানলে ভয়ে কাঁপবেন
দু'জনেই নাবালক হওয়ায় তারা কেউ সম্পর্কের কথা পরিবারকে জানায়নি। দুই পরিবারই কৃষিকাজ করে জীবনধারন করে। ছেলে উদয়ের বাড়ি রায়গঞ্জ থানার ফাদিলপুর গ্রামে। মেয়ে শান্তির বাড়ি করনদিঘি থানার খেতরাবাড়ি গ্রামে। মঙ্গলবার রাতে দুইজন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির কাছে কোন মন্দিরে গিয়ে তারা বিয়ে করে। তারপরই খেতরাবাড়ি গ্রামের কাছে একটি গাছে দুজনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের দাবি।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
বুধবার সকালে প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। করনদিঘি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতের পরিবারের দাবি, তারা সম্পর্কের কথা জানতেন না। মৃত্যু নিয়ে তাদের কোনও অভিযোগ নেই।
advertisement
মুক্তা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 2:27 PM IST