ডিম,চালের পর এবার প্লাস্টিকের আটা ! সরকারি দু’টাকা কেজির আটা নিয়ে ছড়াল আতঙ্ক
Last Updated:
আতঙ্ক ছড়িয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চা বাগানে ।
#আলিপুরদুয়ার: রাজ্য সরকারের অনুদানের দু’টাকা কেজি দরে আটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া চা বাগানে ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি দু’টাকা কেজির আটায় প্লাস্টিক জাতীয় কিছু মেশানো হচ্ছে । এই ঘটনায় চা বাগানের শ্রমিক লাইনের শ্রমিকরা সরকারি আটা ফেলে দিচ্ছে । তারা জানাচ্ছে ওই আটা জল দিয়ে মাখলে প্লাস্টিকের মত মনে হচ্ছে ।
ঘটনায় শ্রমিকরা আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যা জোশিন্তা লাকরাকে জানান । জোশিন্তাদেবী ওই আটার নমুনা সংগ্রহ করে আলিপুরদুয়ারের জেলা পরিষদের সভাধিপতি মোহন শর্মার কাছে নিয়ে আসেন । সভাধিপতি জোশিন্তাদেবী-কে জেলা ফুড কন্ট্রোলারের কাছে আটার নমুনা দিয়ে পাঠান । জেলা খাদ্য অধিকর্তা প্রথমে বিষয়টা আমল দিতে না চাইলেও পরে আটার নমুনা পরীক্ষা করার জন্য তা কলকাতায় পাঠাবেন বলে স্বীকার করেন । এদিকে বীরপাড়া চা বাগানে প্লাস্টিকের ডিম ও চালের পর প্লাস্টিকের আটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2017 9:58 AM IST