গোরু পাচারকে কেন্দ্র করে রণক্ষেত্র শিলিগুড়ি, জখম ৮ জওয়ান
Last Updated:
গোরু পাচারের অভিযোগে স্থানীয় বাসিন্দা ও বিএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি ৷
#শিলিগুড়ি: গোরু পাচারের অভিযোগে স্থানীয় বাসিন্দা ও বিএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি ৷ বিএসএফ ও গ্রামবাসীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির ফাঁসিদেওয়া ৷ সংঘর্ষে কম্যান্ডার সহ আট জন জওয়ান গুরুতর আহত হন ৷
মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশের লালদাসজোত এলাকায় ৩৪টি গোরু আটকে দেন বিএসএফ জওয়ানরা। তাঁদের অভিযোগ, ওই গোরু বাংলাদেশে পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। বাধা পেয়ে জওয়ানদের সঙ্গে বচসা শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
শেষপর্যন্ত বিএসএফকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল ছোড়া হয়। ইটের আঘাতে এক কম্যান্ডান্ট সহ আট জন জওয়ান মাথায় আঘাত পান। তাঁদের স্থানীয় বিএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনতে শূন্যে তিন রাউন্ড গুলি ছোঁড়েন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাচার নয়, মাটিগাড়ার হাটে গোরু বিক্রির জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল।
advertisement
advertisement
এলাকা পরিদর্শনের পর DIG(অপারেশনস) নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আর সি সিং জানান, ঘটনায় দু’জন ব্যক্তিকে গ্রেফতার করার সঙ্গে ৩৪টি গোরুও উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জওয়ানদের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2016 5:17 PM IST