North Bengal Toy Train news: লাটাগুড়ি থেকে রামসাই ব্রিটিশ আমলের রেললাইন এখন হাতির করিডর! টয়ট্রেন চালানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Toy Train news: রামসাইয়ে ফের টয় ট্রেন চালুর দাবিতে সরব স্থানীয়রা। একসময়ের জমজমাট রেলপথ এখন নিস্তব্ধ। তিস্তার বন্যায় ভেসে যাওয়া লাটাগুড়ি–রামসাই লাইনের স্মৃতি ফিরিয়ে পর্যটন ও অর্থনীতি চাঙা হোক—এটাই বাসিন্দাদের আশা। নস্ট্যালজিয়ার ছোঁয়ায় রামসাইয়ের প্রাণ ফেরার অপেক্ষা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: রামসাইয়ে কি ফের ধোঁয়া উড়িয়ে ছুটবে ট্রেন? শতাধিক বছর পেছনে ফিরে আবারও পুনরুজ্জীবনের স্বপ্ন বুনছেন স্থানীয়রা। জলপাইগুড়ির তিস্তা পাড়ের রামসাই এক সময় ব্রিটিশ শাসনের দাপটে জমজমাট ছিল এই জনপদ। হাতির করিডরে পর্যটক ফেরাতে টয় ট্রেন চালুর দাবি জোরালো।
গরুমারা জাতীয় উদ্যান ঘেঁষা রামসাইয়ের বুক চিরে ছুটে যেত বেঙ্গল ডুয়ার্স রেলের কালো ধোঁয়া উড়িয়ে চলা ট্রেন। আজ সেই পথ নিস্তব্ধ। হাতির করিডর হয়ে ওঠা জঙ্গলপথে আর শোনা যায় না রেলের বাঁশি, বরং দিনকে দিন পর্যটকের ভিড় কমছে এইসব অঞ্চলে। স্থানীয়দের দাবি, এই পতন রুখতে হলে ফিরতে হবে অতীতে। তাদের কথায়, “টয় ট্রেনই পারে রামসাইকে বাঁচাতে।”
advertisement
advertisement
দোমোহনির পুরোনো বেঙ্গল ডুয়ার্স রেল সদর দফতর ও রামসাই স্টেশন—একসময় রাজ্যের উত্তরাঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৯৬৮ সালের ৪ অক্টোবরের বিধ্বংসী তিস্তার বন্যায় এক ধাক্কায় বদলে যায় এই জনপদের ভাগ্য। লাটাগুড়ি–রামসাই রেলপথ ভেসে গিয়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে স্থানীয়রা। রাজ্যের উদ্যোগে রামসাইকে পর্যটন মানচিত্রে ফের তোলার চেষ্টা হলেও সাড়া মিলছে সামান্যই। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মতে, “রামসাইয়ের গল্পটাই হারিয়ে যাচ্ছে। মানুষকে আবার এখানে টানতে হলে চাই নস্ট্যালজিয়ার ছোঁয়া হোক টয় ট্রেন পরিষেবা।”
advertisement
স্থানীয়দের বিশ্বাস, জঙ্গলপথে ছোট রেলের শব্দ ফিরলে বদলে যাবে এলাকার রোজগার, চাঙ্গা হবে হোমস্টে-সহ ক্ষুদ্র ব্যবসা। বনজঙ্গলের সঙ্গে সহাবস্থানে পর্যটনের নতুন দিগন্ত খুলে যেতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। ১৩২ বছর আগের সেই স্মৃতিকে আবার জীবন্ত করে তোলা—এটাই এখন রামসাইবাসীর একমাত্র চাওয়া। তাদের আশা, সরকারের উদ্যোগ ও স্থানীয় মানুষের স্বপ্ন মিলেমিশে একদিন আবারও বেজে উঠবে রামসাই স্টেশনের সেই বহু প্রতীক্ষিত রেলের বাঁশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
December 12, 2025 2:11 PM IST






