কী ভাবা হয়ছিল আর কী হল! ভাল্লুক ধরার জন্য পাতা খাঁচায় খাঁচা বন্দি হল ‘এই’ মারাত্মক জন্তু, চক্ষু চড়কগাছ

Last Updated:

North Bengal News: খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়,চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

North Bengal News: Leopard trapped in a cage fitted for bear - Photo- Representative
North Bengal News: Leopard trapped in a cage fitted for bear - Photo- Representative
#শিলিগুড়ি:  চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের।ঘটনায় সমগ্ৰ বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা যায়,প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নাম্বার সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়।আজ ভোরে বাগানের শ্রমিকেরা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়।কাছে গিয়ে দেখে যে একটি চিতাবাঘ খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে।
Leopard trapped in a cage fitted for bear Leopard trapped in a cage fitted for bear
advertisement
advertisement
খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় চিতাবাঘ দেখার জন্য।খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যায়।উল্লেখ্য, প্রায় সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়।বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে শ্রমিকরা দাবি করেন।ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনো হদিস মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচা বসানো হয়।ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পরে বলে জানা যায়।
advertisement
খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়,চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।।
advertisement
Rocky Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কী ভাবা হয়ছিল আর কী হল! ভাল্লুক ধরার জন্য পাতা খাঁচায় খাঁচা বন্দি হল ‘এই’ মারাত্মক জন্তু, চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement