কী ভাবা হয়ছিল আর কী হল! ভাল্লুক ধরার জন্য পাতা খাঁচায় খাঁচা বন্দি হল ‘এই’ মারাত্মক জন্তু, চক্ষু চড়কগাছ
- Published by:Debalina Datta
Last Updated:
North Bengal News: খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়,চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
#শিলিগুড়ি: চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের।ঘটনায় সমগ্ৰ বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা যায়,প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নাম্বার সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়।আজ ভোরে বাগানের শ্রমিকেরা ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়।কাছে গিয়ে দেখে যে একটি চিতাবাঘ খাঁচার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে।

advertisement
advertisement
খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় চিতাবাঘ দেখার জন্য।খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যায়।উল্লেখ্য, প্রায় সপ্তাহ দুয়েক আগে কিলকোট চা বাগানে ভাল্লুকের আতঙ্ক তৈরি হয়।বাগানে কাজ করার সময় শ্রমিকরা ভাল্লুক দেখতে পায় বলে শ্রমিকরা দাবি করেন।ওইদিনই বনকর্মীরা এসে ভাল্লুকের খোঁজ চালালেও কোনো হদিস মেলেনি। এরপর ভাল্লুক ধরার জন্য বন দফতরের তরফে খাঁচা বসানো হয়।ভাল্লুক ধরার জন্য বসানো খাঁচায় এদিন ওই চিতাবাঘটি ধরা পরে বলে জানা যায়।
advertisement
খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়,চিতাবাঘটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।।
advertisement
Rocky Chowdhary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2022 1:18 PM IST