Malda News: বিয়ে বাড়ির মহানন্দ পরিণতি হল ঘোর কালো অন্ধকারে...

Last Updated:

বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ভাই বোনের, জখম আরও প্রায় ১০ জন

জখমদের উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে 
জখমদের উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে 
#মালদহ:  মর্মান্তিক দূর্ঘটনা মালদহ- নালাগোলা রাজ্য হাইওয়েতে। গভীর রাতে পিকআপ ভ্যানের ধাক্কা যাত্রী বোঝাই অটোয়। পিকআপ ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অটো উল্টে মৃত্যু হল ভাই বোনের। ঘটনায় গুরুতর জখম আরো প্রায় দশ জনের। প্রত্যেকেই একি পরিবার ও আত্মীয়। দূর্ঘটনার জেরে এক জনের হাত কেটে পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদহের আদমপুর এলাকায় মহামায়া মন্দির সংলগ্ন রাজ্য হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুজনের নাম অসীম সরকার (৪০) ও ছবি কর্মকার(৪৫)। সম্পর্কে ভাই বোন। বাড়ি হবিবপুর থানার আইহো ফিল্ডপাড়ায়।জানা গিয়েছে তাদের এক আত্মীয়ের মেয়ের বিয়ে ছিল।
advertisement
advertisement
শুক্রবার রাতে পরিবারের সকলে একটি অটো ভাড়া করে সেই বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিল। পুরাতন মালদহের সদরঘাট সাহাপাড়া এলাকায় চলছিল সেই বিয়ে। আইহো থেকে একটি অটো ভাড়া করে পরিবারের প্রায় ১৪ জন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। যাওয়ার পথে মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ ভ্যান অটোটিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোটি মালদহ শহরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে ছুটে এসে ধাক্কা মারে অটোকে। অটো উল্টে গেলেও পিক আপ ভ্যানটি পালিয়ে যায়। অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর জখম হয় যাত্রীরা। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে  ২ জনের।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় জখমদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দূর্ঘটনাগ্রস্থ অটোটি উদ্ধার করে। ঘটনার তদন্তে নামে। স্থানীয় বাসিন্দা দেবনাথ চৌধুরী বলেন, এই এলাকায় মাঝেমধ্যেই দূর্ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বিয়ে বাড়ির মহানন্দ পরিণতি হল ঘোর কালো অন্ধকারে...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement