North Dinajpur News: পাখি থেকে বিভিন্ন প্রাণীর ডাক! শিস দিয়েই শোনাতে পারেন এই ব্যক্তি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
North Dinajpur News: অসাধারণ এক প্রতিভা! তাঁর গলায় যেন যাদু রয়েছে। কখনও তাঁর কন্ঠে শোনা যায় কোকিল, ময়ূর, চড়ুই বা বকের ডাক। আবার কখনও ঝড়ের ভয়াল শব্দ।
উত্তর দিনাজপুর: অসাধারণ এক প্রতিভা! তাঁর গলায় যেন যাদু রয়েছে। কখনও তাঁর কন্ঠে শোনা যায় কোকিল, ময়ূর, চড়ুই বা বকের ডাক। আবার কখনও ঝড়ের ভয়াল শব্দ। এছাড়াও শিস বাজিয়ে তবলার সঙ্গে বিভিন্ন ধরনের গান নিমিষেই করে ফেলতে পারেন। এরকমই এক বিরল প্রতিভার অধিকারী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এর পদার্থবিদ্যার অস্থায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট কৃশানু কুন্ডুর।
আরও পড়ুনঃ ঝেঁপে আসছে ঝড়বৃষ্টি! বইবে প্রবল ঝোড়ো হাওয়া…! দক্ষিণে তোলপাড়! কোন কোন জেলায় বৃষ্টি? বলে দিল আলিপুর!
কৃশানু কুন্ডুর বয়স ৫৬ বছর। তার ছোট থেকেই শখ গান বাজনা সেটাও আবার সকলের থেকে অন্যরকম ভাবে। শিল্পী নিজেই দাঁতে জিভ ঠেকিয়ে স্কেল বদল করেন সমান তালে বাজান তবলা ও। দাঁতে জিভ ঠেকিয়ে শিস দিয়ে তিনি গানও করেন। যাকে ইংরেজিতে বলে “সিঙ্গিং হুইসলিং” । বাংলায় যাকে কটাক্ষ করে অনেকে বলেন টিটকারি কাটা। শিল্পী কৃশান কুন্ডু জানান, এখানে শিস দাওয়া মানে কাউকে টিটকারি কাটা । কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে সিঙ্গিং হুইসলিং অত্যন্ত জনপ্রিয়।
advertisement
advertisement
কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে কলেজের সমস্ত নন টিচিংদের নিয়ে একটি নাটকের আয়োজন করেছিলাম। নাটকে বনের পরিবেশ তৈরি করতে কৃষাণু বাবু বিভিন্ন ধরনের পশু পাখির ডাক শিস দিয়ে করে ছিলেন। এটা সত্যি এক বিরল প্রতিভা। পশু পাখিদের ডাক হোক কিংবা কোন গান শিস দিয়েই অনর্গল গেয়ে ফেলেন এই শিল্পী যে সকলের কাছেই বেশ অবাক করে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 4:17 PM IST