North Bengal News: নদীতে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু! পরিচয় এখনও অজানা...চাঞ্চল্য বাগডোগরা এলাকায়
- Reported by:BISWAJIT MISRA
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অন্যদিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: সিঁড়ি দিয়ে নদীতে নামতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে মৃত্যু! শিলিগুড়ির বাগডোগরার হুলিয়া নদীর ঘটনা। নদী থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ৷ এদিন বাগডোগরার মসজিদ পাড়ার হুলিয়া নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে। তবে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্য়ক্তির পরিচয় এখন পাওয়া যায়নি। স্থানীয়দের অনুমান, সকাল থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি৷ তারপর নদীতে নামতে যান৷ সেখানে গিয়েই সিঁড়ি থেকে পড়ে এই মৃত্যু।
advertisement
advertisement
অন্যদিকে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Aug 16, 2025 11:38 AM IST










