Trump Putin Meet: ঐতিহাসিক ঘটনা! ট্রাম্পের ‘দ্য বিস্ট’-এ পা রাখলেন পুতিন...মাথার উপরে B2 স্টেলথের গর্জন, বিনিময়ে যা চাইলেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুতিন ও ট্রাম্পের ওই গাড়িতে সফরকাল ছিল প্রায় ১০ মিনিট৷ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় গাড়ির জানালা দিয়ে পুতিনের মুখ দেখা যায়। এই সময় পুতিন হাসছিলেন। তারপরে দুই রাষ্ট্রনেতার বৈঠক হয় প্রায় ৩ ঘণ্টা৷
advertisement
advertisement
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, এদিন বিমান থেকে নেমে লাল গালিচায় পাশাপাশি হেঁটে এসেছেন দুই রাষ্ট্রনেতা৷ তারপরে যুদ্ধবিমানের গর্জনের মধ্যেই ট্রাম্প পুতিনকে তাঁর 'দ্য বিস্ট' গাড়িতে বসার আমন্ত্রণ জানান। পুতিন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ট্রাম্পের গাড়িতে বসেন৷ জানা গিয়েছে, আলাস্কার বিমানবন্দরে পুতিনের মস্কোর নম্বর প্লেট যুক্ত গাড়িও উপস্থিত ছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement