শিলিগুড়ি: পর্যটকদের জন্যে বেঙ্গল সাফারি পার্কে আসছে আরও নতুন অতিথিরা। আসছে জেব্রা, জিরাফ, এবং জলহস্তী। ইতিমধ্যেই এ বিষয়ে জু অথরিটি অব ইণ্ডিয়ার কাছে আবেদন জানানো হয়েছে। সবুজ সংকেত মিললেই বেঙ্গল সাফারি পার্কে চলে আসবে রয়্যাল বেঙ্গল টাইগার, ভাল্লুক, লেপার্ড। আলাদা এনক্লোজারে থাকবে হাতি, জেব্রা, জিরাফেরা। পাশাপাশি দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কেও সুদূর সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান টাইগার। সিংও আনার চেষ্টা চালানো হচ্ছে পাহাড়ে। আজ শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কের একটি অনুষ্ঠানে একথা জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি এ-ও জানান, বিদেশের ধাঁচে অত্যাধুনিক গাড়ি আসছে সাফারি পার্কে। প্রথম দফায় ২০ থেকে ২৫টি গাড়ি আসবে। এদিন বেঙ্গল সাফারি পার্কে নতুন করে টাটা জুলজিক্যাল চিড়িয়াখানা থেকে নিয়ে আসা ১২টি কৃষ্ণসার হরিণ এবং চারটি হক ডিয়ার পর্যটকদের সামনে আনা হয়। যার আনুষ্ঠানিক সূচনা করেন বনমন্ত্রী।
আরও পড়ুন: এক কিলো আমের দামে কেনা যাবে ৪ ভরি সোনা! বিশ্বের সবচেয়ে দামি আমের নাম, জানেন কি?
কার সাফারিতে পার্ক বেড়ানোর সময়ে এই বিশেষ প্রজাতির হরিণ দেখতে পাবেন পর্যটকেরা। সেইসঙ্গে তিনি জানান, ঝাড়গ্রামে তৈরি হচ্ছে এলিফেন্ট ক্যাম্প। সেজন্যে হাতিদের থাকার জন্যে জলাশয় থেকে খাবার সবেরই ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ৩০০ হেক্টর জমিতে তৈরি করা হচ্ছে এই এলিফেন্ট ক্যাম্প।
আরও পড়ুন: লকেট-দেবশ্রীর তর্কাতর্কিতে সরগরম দিল্লি! দুই নেত্রীর কীর্তিতে পদ্ম শিবিরে তীব্র অস্বস্তি
কার্শিয়ংয়ের ডাউহিলকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী হয়েছে বন দফতর। সোমবার ডাউহিল পরিদর্শনে যান বনমন্ত্রী এবং বন কর্তারা। ওই এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ডাউহিলকে ঘিরে একাধিক হোম স্টে গড়ে উঠেছে। পর্যটকেরাও যাচ্ছেন। ঢেলে সাজা হবে পাহাড়ি এই গ্রামটিকে। ডিপিআরও তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বনমন্ত্রী।
পার্থপ্রতিম সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling