Mango Plantation: এক কিলো আমের দামে কেনা যাবে ৪ ভরি সোনা! বিশ্বের সবচেয়ে দামি আমের নাম, জানেন কি?
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
বেগুনি রঙের এই আম এখন বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং ফিলিপিন্সেও জন্মায়। সাধারণত, একটি মিয়াজাকি আমের দাম সাড়ে ৩ হাজার টাকা। কিন্তু ২০২১ সালে জাপানে ২.৭ লক্ষ টাকায় ২টি আম নিলাম করা হয়েছিল।
ঝড়বৃষ্টি-কালবৈশাখীর পরে বাজারে এসেছে কাঁচা আম। একটু গরম পড়লেই শুরু হয়ে যাবে টসটসে আমের চাহিদা। আমকে ফলের রাজা বলা হয়। আমাদের দেশে অনেক রকম জাতের আম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে তোতাপারি, ল্যাংদা, বাদাম, দশেহরি, চৌসা, আলফোনসো, কেসার ও হাপুস-সহ আরও অনেক। নাম শেষ হওয়ার নয়। দেশের পাশাপাশি বিদেশেও এসব ভারতীয় আমের চাহিদা তুঙ্গে।
advertisement
advertisement
advertisement
এমন দামি আম জন্মায় কোথায়? প্রতি কেজি আড়াই লাখ টাকা পর্যন্ত বিক্রি হওয়া এই আমের নাম 'মিয়াজাকি', যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি আম। এটি একটি জাপানি জাতের আম। জাপানের মিয়াজাকি সিটিতে জন্মানো এই আমগুলিকে তাদের উজ্জ্বল রঙ এবং ডিমের আকৃতির কারণে "সূর্যের ডিম" বলা হয়। এগুলি সাধারণত এপ্রিল থেকে আগস্টের মধ্যে জন্মায় এবং পাকলে আম বেগুনি থেকে লাল রঙের হয়ে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement