উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড পাহাড়! আটকে রয়েছেন বীরভূমের একাধিক! কী হবে তাদের?

Last Updated:

সাধ করে পাহাড় ভ্রমণে গিয়ে বিপত্তি! কবে ফিরবেন বীরভূম তাঁরা? চিন্তায় পরিবার!

বীরভূমের বাসিন্দা
বীরভূমের বাসিন্দা
বীরভূম,সৌভিক রায়: উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ঘুরতে গিয়ে পাহাড়ে আটকে রামপুরহাট মহকুমা এলাকার মোট ১৭ জন পর্যটক। উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও কবে বাড়ি ফিরতে পারবেন, তা নিয়ে উদ্বেগে রয়েছে তাঁরা। এর পাশাপাশি উৎকণ্ঠায় তাঁদের পরিবার পরিজনরাও। রবিবারই ঘুরপথে বাসে চেপে দার্জিলিং পৌঁছেছে রামপুরহাটের হাটতলা ও নলহাটি ২ ব্লক এলাকার দুটি পরিবার।
advertisement
বীরভূমের রামপুরহাটের হাটতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ শরিফ উদ্দিন, তাঁর স্ত্রী নাজমা চৌধুরী, দুই মেয়ে ও ভাইপো এখন দার্জিলিংয়ে হোটেলে কার্যত বন্দি হয়ে রয়েছে। অন্য দিকে নলহাটির স্কুল শিক্ষক আব্দুল মতিন, তাঁর স্ত্রী আয়েশা রহমান ও দুই ছেলেও এখন দার্জিলিংয়ে। দুই পরিবার স্থানীয় একটি ট্রাভেল এজেন্সি সংস্থার মাধ্যমে তিন রাত চার দিনের প্যাকেজে পরিবার পরিজন নিয়ে দার্জিলিংয়ে পাহাড় সফরে গিয়েছে।
advertisement
কিন্তু পাহাড়ে পৌঁছে তাঁদের পরিকল্পনা কার্যত ভেস্তে গিয়েছে। লাগাতার বৃষ্টিতে ভূমি ধসে রাস্তা বন্ধ। বন্ধ যাতায়াতের পথ। তাঁরা কোথাও ঘুরতে যেতে পারেননি। বাধ্য হয়ে তাঁরা এখন দার্জিলিং শহরের একটি হোটেলে বন্দি।
রামপুরহাট ১ ব্লকের তাতবান্দা গ্রামের চার যুবক-বিশ্বজিৎ ভান্ডারী, গোপাল সাহা, ও তাঁদের এক বন্ধু গত শুক্রবার দার্জিলিং গিয়েছেন। তাঁরাও এখন সেখানে আটকে।
advertisement
এছাড়া নলহাটি ১নম্বর ব্লক এর বুজু গ্রামের পাঁচজন যুবক একইভাবে দার্জিলিঙে বিপর্যয়ের মধ্যে আটকে পড়েছেন। তাঁদের পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। রামপুরহাটের হাটতলার বাসিন্দা মহম্মদ সরিফুদ্দিন বলেন, “হোটেলে আটকে আছি। কবে বাড়ি ফিরতে পারব, তা নিয়ে চিন্তায় ভীষণ চিন্তায় আছি। সেখানকার প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে।”
বিশ্বজিৎ ভাণ্ডারী বলেন, “আমাদের মতন অনেক পর্যটকই এখানে আটকে। অনেকে ঘুরপথে ফিরছেন। তবে এখন আমরা ঝুঁকি নিচ্ছি না। যাতায়াতের রাস্তা ঠিক হলে আমরা ফিরব। বাড়ির লোকজনের সঙ্গে বারংবার কথা হচ্ছে। সকলকেই চিন্তা না করতে বলেছি।” তবে সব মিলিয়ে চিন্তায় রয়েছে বীরভূমের একাধিক পরিবার।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড পাহাড়! আটকে রয়েছেন বীরভূমের একাধিক! কী হবে তাদের?
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement