Malda News: স্ট্রেচার নেই, প্রাণ হাতে করে খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে রোগী, ভাইরাল ভিডিও!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
রাস্তা চলাচলের অযোগ্য, সেই রাস্তায় অ্যাম্বুলেন্স গাড়ি না আসায় খাটিয়াতে রোগীকে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকেরা, সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই ভিডিও
মালদহ: গ্রামে এখনও তৈরি হয়নি রাস্তা। অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছেন পরিবারের লোকেরা। বাঁশ দিয়ে ঝোলানো খাটিয়া। সামনে এক পুরুষ কাঁধে বাঁশ নিয়েছেন। পেছনে এক মহিলা কাঁধে নিয়েছেন খাটিয়া ঝোলানো বাঁশ। এই ভাবেই রোগীকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মাধ্যমে। মালদহের হবিবপুর ব্লকের মেস্তরপাড়া গ্রামের ঘটনা। আদিবাসী অধ্যুষিত গ্রাম মেস্তরপাড়া। গ্রামে প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল। এখনও কাঁচা রাস্তা। রাস্তায় বড় বড় খাদ, কোথাও ভাঙা। কোন ক্রমে এই রাস্তায় পায়ে হেঁটে যাওয়া যায়। যানবাহন চলাচলের একেবারেই অযোগ্য এই রাস্তা। মেস্তর পাড়া গ্রামের বছর সত্তরের বাসিন্দা কানু হেমরম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড পেটে যন্ত্রণা শুরু হয়।
পরিবারের লোকেরা টোটো বা অন্যান্য যানবাহন ডাকাডাকি করে। কিন্তু রাস্তা না থাকাই কোন গাড়ি গ্রামে পৌঁছাতে পারেনি। বাধ্য হয়ে বৃদ্ধার ছেলে অর্জুন হেমরম খাটিয়াতে করে অসুস্থ বাবাকে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়। উপায় না থাকায় এভাবেই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে তাঁর বাবাকে। চিকিৎসার কাছে নিয়ে যাওয়ার পর বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন ওই বৃদ্ধ। বৃদ্ধের ছেলে অর্জুন হেমব্রম বলেন, রাস্তা খারাপ আমাদের গ্রামের। সেই দিন বৃষ্টি পড়ছিল অ্যাম্বুলেন্স গাড়ি কিছুই গ্রামে আসে না তাই বাবাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে খাটিয়াই নিয়ে যাই। বর্তমানে বাবা কিছুটা সুস্থ রয়েছে।
advertisement
advertisement
তবে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। এই প্রথম নয়, গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে বা প্রসূতিদের এই ভাবেই গ্রাম থেকে নিয়ে যেতে হয়। প্রশাসনের কাছে বহুবার দরবার করেছেন বাসিন্দারা। কিন্তু রাস্তা তৈরি হয়নি। গ্রামের বাসিন্দা মনসা সরেন বলেন, জন্ম থেকেই দেখছি গ্রামের রাস্তা খারাপ। অ্যাম্বুলেন্স গাড়ি কিছুই আসেনা। কেউ অসুস্থ হলে আমরা খাটিয়ায় নিয়ে যাই। প্রশাসনকে বহুবার বলেছি কিন্তু রাস্তা আজও হয়নি।
advertisement
শুধুমাত্র প্রস্তুতি বা অসুস্থ ব্যক্তিদের নিয়ে নয়। গ্রামের রাস্তা না থাকায় উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছে হবিবপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত এই গ্রাম। স্থানীয় হবিবপুর পঞ্চায়েত প্রধান শ্রীনাথ হেমব্রম বলেন, ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রাস্তা খারাপের বিষয়টি আমাকে জানিয়েছে। আমি ঊর্ধ্বতন পক্ষকে জানিয়ে দ্রুত রাস্তা তৈরীর ব্যবস্থা করব।
আরও পড়ুনNaihati Boro Maa: অনলাইনেই দেওয়া যাবে পুজো, পাওয়া যাবে প্রসাদ! নৈহাটির বড়মার জন্য বিরাট আয়োজন
advertisement
সোশ্যাল মাধ্যমে খাটিয়ায় রোগীকে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এখন যদি রাস্তা তৈরি হয় এই আশাতেই রয়েছেন গ্রামের বাসিন্দারা।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2024 5:08 PM IST