Darjeeling: আপাতত কোনও আন্দোলন নয়, মিটে গেল দার্জিলিং যাওয়ার গাড়ি সমস্যা! সমতলের সঙ্গে হাত মেলাল পাহাড়, মুখে হাসি পর্যটকদের

Last Updated:

বড়দিন আর বর্ষবরণের আগেই জট কাটল পাহাড়-সমতলের গাড়ি চলাচলের সমস্যার। পাহাড়ে আগামিকাল থেকে স্বাভাবিক ছন্দে ওঠা-নামা করবে গাড়ি।

জট কাটল বড়দিনের আগেই
জট কাটল বড়দিনের আগেই
জলপাইগুড়ি:  বড়দিন আর বর্ষবরণের আগেই জট কাটল পাহাড়-সমতলের গাড়ি চলাচলের। আগামিকাল থেকে স্বাভাবিক ছন্দে ওঠা-নামা করবে গাড়ি। আপাতত কোনো আন্দোলন নয়, জানালো ট্যুর অপারেটার্সরা। কাল থেকে টাইগার হিলে পর্যটকদের নিয়ে উঠবে পাহাড়ের গাড়িও। আজ দার্জিলিংয়ের লালকুঠিতে পাহাড়ের চালকদের নিয়ে বৈঠক কিরে জিটিএ। জিটিএর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, জট কেটেছে। নতুন বছরের ১৬ তারিখ ফের আলোচনা হবে।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর থেকে জানানো হয়েছিল পাহাড়ের গাড়িতে সমতল থেকে কোনও পর্যটককে উঠতে দেওয়া হবে না। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে পাহাড়ের গাড়ি নামতেও দেওয়া হবে না। এতে বড়দিনের আগে ভরা পর্যটন মরশুমে পর্যটকদের সমস্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।
গত কয়েকদিন থেকে সমতলের কোনও গাড়িকেই পাহাড়ের ডেস্টিনেশনগুলিতে (সাইট সিনে) যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছিল।
advertisement
advertisement
গত শনিবার কার্শিয়ংয়ে বৈঠকে বসে দুই সংগঠন। জট না কাটায় গত ২২ ডিসেম্বর সমতলের চালকেরা পালটা আন্দোলনের পথে নামে। মহকুমাশাসককে স্মারকলিপি দিয়ে তারা জানায় ২৩ ডিসেম্বর থেকে পাহাড়ের গাড়ি শুধু ড্রপ করতে পারবে। সেখান থেকে যাত্রী বা পর্যটক তুলতে পারবে না।
সমতলের গাড়ি যাত্রী বা পর্যটক নিয়ে পাহাড়ে উঠবে। এরপর বাধা দিলে পাহাড়ের গাড়ি সমতলে নামতে দেওয়া হবে না, এমনই হুঁশিয়ারি দেন চালকেরা। এতে পর্যটকেরা যে বিপাকে পড়বে, তা স্বীকার করে নিয়েছিলেন পর্যটন ব্যবসায়ীরা। কিন্তু, সেই জট কেটে যাওয়ায় হাসি ফুটেছে পর্যটকদের মুখে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling: আপাতত কোনও আন্দোলন নয়, মিটে গেল দার্জিলিং যাওয়ার গাড়ি সমস্যা! সমতলের সঙ্গে হাত মেলাল পাহাড়, মুখে হাসি পর্যটকদের
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement