North Bengal Tourism: বছর শেষের ছুটিতে বেড়াতে যাওয়ার নয়া ডেস্টিনেশন হতেই পারে শান্ত, নির্জনতায় মোড়া পাহাড়ি গ্রাম মুনথুম

Last Updated:

New Tourism Destination in West Bengal: রয়েছে পালা নদী, পাহাড়ী ঝর্না ও আরও কত কি! দেখা হতে পারে হরিণ, ময়ূরের সঙ্গেও ৷

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
শিলিগুড়ি: একেবারেই নির্জনতায় মোড়া পাহাড়ি গ্রাম। নাম তার মুনথুম। কালিম্পং শহর থেকে কিছুটা দূরে। চারপাশ শুধুই সবুজ আর সবুজ। পাহাড়ের ঢাল কেটে কেটে তৈরি করা হয়েছে কটেজ। সম্পূর্ণ বাঁশ আর বেতের তৈরি! ডাইনিং রুম থেকে মনোরঞ্জনের ঘরও বাঁশেরই তৈরি। রয়েছে ছোট্ট একটা স্যুইমিং পুল। ওদের কথায়, ওটা আদপে রিল্যাক্সিং পুল (North Bengal Tourism)!
পুরো এলাকাটাই গাছ গাছালিতে ঢাকা। সেইসব গাছেই অবাধ বিচরণ নানা নাম জানা,  না জানা পাখির ৷ পাখিদের কলরবেই কেটে যাবে অনেকটা সময়। আর এতটাই শান্ত, নিঝুম যে কান পাতলেই শোনা যায় দূরের পালা নদীর গর্জন। পাখিদের কলকাকলিতেই এখানে ঘুম ভাঙবে পর্যটকদের। তারপর সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে যেতে হবে কিছুটা দূরের পানবু ভিউ পয়েন্টে। নয়তো মুনথুমের ওপরের এক পাহাড়ের ভিউ পয়েন্টে। ফিরে এসে ব্রেকফাস্ট সেরে সোজা পাহাড়ি নদীতে। যার নাম পালা। সেখানে অনায়াসেই কেটে যাবে এক বেলা। নদীর ধারেই পৌঁছে যাবে লাঞ্চ। অনেকটা পিকনিক পিকনিক মুড (Munthum Village Homestay) ৷
advertisement
advertisement
অদূরেই পাহাড়ি ঝর্না ডাকছে। চলার পথে হঠাৎ দেখা হয়ে যেতে পারে হিরিণ, ময়ূরের সঙ্গেও। দিনভর নদী আর পাহাড়ী ঝর্নায় কাটিয়ে ফের কটেজে ফিরে এসে চা আর স্ন্যাক্স! সন্ধ্যায় স্থানীয় গোর্খা সংস্কৃতির সঙ্গে নাচ, গানে মেতে ওঠা। গিটার হাতে সুর তুলবে স্থানীয় শিল্পীরাই। অথবা বন ফায়ার বা বারবিকিউতে! সন্ধ্যের পর অদূরের কালিম্পং পাহাড়ের আলো যেন জোনাকি! সঙ্গে ঝি ঝি পোকার ডাক। পরদিন ইচ্ছে হলে পর্যটকেরা হাইকিংয়ের জন্যে যেতে পারেন পাশের পাহাড়ে। আবার ঘুরতে যেতেই পারেন লাভা, লোলেগাঁও বা ডেলোতে। বাঙালি খাবার তো থাকছেই, ইচ্ছে হলে পেতে পারেনি গোর্খা মেনুও। সে গুণ্ড্রুক, গোর্খা আচার, শেকওয়া হতে পারে। এজন্যে বাড়তি খরচ বহন করতে হবে না। মাথাপিছু খরচ ১৫০০ টাকা।
advertisement
কীভাবে যাবেন- এনজেপি বা বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে ২৯ মাইল দিয়ে সোজা মুনথুম। অথবা ঘুরপথে কালিম্পং হয়েও পৌঁছনো যাবে।
পার্থ প্রতিম সরকার
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Tourism: বছর শেষের ছুটিতে বেড়াতে যাওয়ার নয়া ডেস্টিনেশন হতেই পারে শান্ত, নির্জনতায় মোড়া পাহাড়ি গ্রাম মুনথুম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement