Nepal Agitation: জ্বলছে নেপাল, পুড়ছে নেপাল, বন্ধ করা হল শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস পরিষেবা

Last Updated:

সপ্তাহে দু'দিন শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস চলে! নেপালের অশান্ত পরিবেশের আবহে আপাতত স্থগিত রাখা হয়েছে কাঠমান্ডু সরকারি বাস পরিষেবা। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে নেপাল বাস চলাচল করে। বাস চালায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

Nepal Agitation
Nepal Agitation
শিলিগুড়ি: সপ্তাহে দু’দিন শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস চলে! নেপালের অশান্ত পরিবেশের আবহে আপাতত স্থগিত রাখা হয়েছে কাঠমান্ডু সরকারি বাস পরিষেবা। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে নেপাল বাস চলাচল করে। বাস চালায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
তরুণ ছাত্র যুবকদের বিদ্রোহের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে নেপাল সরকার। সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রশাসনকে। তরুণদের বিক্ষোভে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। হাজার হাজার তরুণ ছাত্র যুবক নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন। শুধু রাজধানী শহরেই নয়, বিক্ষোভ-বিদ্রোহের আঁচ ছড়িয়েছিল নেপালের অন্যত্রও। সোমবারের ওই বিক্ষোভে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
advertisement
প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়তে যে খুব একটা সময় লাগে না, সে কথা প্রতিবেশী বাংলাদেশের পর নতুন করে প্রমাণ করল নেপাল। তবে, যুগ তো এখন প্রযুক্তির! তাই, বাস্তবে পরিস্থিতি যতই মর্মান্তিক হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় তার প্রভাব এবং পরিসর বিস্তৃত হবে বইকি! সেই কারণেই সরকারের তরফে এবার সরাসরি সতর্কতা তথা পরামর্শ জারি করা হল।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালে বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভারত নেপালে তার নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। এক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। একই সঙ্গে নেপাল কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ এবং নির্দেশিকা মেনে চলতেও বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, “গতকাল থেকে আমরা নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের মন এবং প্রার্থনা নিহতদের পরিবারের সঙ্গে রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Nepal Agitation: জ্বলছে নেপাল, পুড়ছে নেপাল, বন্ধ করা হল শিলিগুড়ি থেকে কাঠমান্ডু বাস পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement