When Will Life End In Earth?: আর কত বছর বাদে 'সব শেষ' ? পৃথিবীতে আর কোনও প্রাণের চিহ্ন থাকবে না? অবশেষে পৃথিবীর 'মৃত্যুদিন' জানা গেল গবেষণায়,তোলপাড় বিশ্বজুড়ে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কবে পৃথিবীতে ফুরিয়ে আসবে প্রাণ? কবে পৃথিবীতে আর একটাও জীবিত প্রাণী থাকবে না? সেই উত্তরই মিলল তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায়
advertisement
advertisement
টোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি বলেন, '' পৃথিবীর জৈবমণ্ডলের আয়ু কত? এই বিষয়ে বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন। এই গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি মূল বিষয়-- সূর্যের ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠা ও পৃথিবীর কার্বোনেট-সিলিকেট ভূ-রাসায়নিক চক্র। গবেষণায় দেখা গিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড কমতে থাকবে আর বিশ্ব উষ্ণায়ন বাড়বে।”
advertisement
advertisement
advertisement
টোহো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজুমি ওজাকি বলেন, সাধারণ ধারণা ছিল যে, অতিরিক্ত উত্তাপ আর ফোটোসিনথেসিসে প্রয়োজনীয় কার্বন ডাই-অক্সাইডের অভাবে পৃথিবীর জৈবমণ্ডল ২ বিলিয়ন বছর পর শেষ হবে। কিন্তু এই নতুন গবেষণা বলছে, অক্সিজেন তারও আগে—মাত্র এক বিলিয়ন বছরের মধ্যেই কমে যেতে শুরু করবে। ফলে তখন আর জীবজগতের অস্তিত্ব থাকবে না।