Neelkuthi In Malda: ইতিহাসে মালদহের এই ভবন! নীলকুঠী তবে ব্রিটিশদের নয়, ওলন্দাজরাও করাতেন নীলচাষ

Last Updated:

Neelkuthi In Malda: এলাকায় নীল চাষকেকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই ভবন! জানুন ইতিহাস

+
মালদহের

মালদহের মানিকচক ব্লকের মথুরাপুরের নীলকুঠি

মালদহ: ইংরেজ নয় ডাচদের একমাত্র স্মৃতি বিজড়িত নীলকুঠি রয়েছে মালদহে। যা আজও মনে করিয়ে দেয় পরাধীন ভারতের ব্রিটিশ শাসনকালের ইতিহাসকে। ব্রিটিশ শাসনকালে ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে বাংলা জুড়ে গড়ে উঠেছিল একাধিক কলকারখানা থেকে কুঠি ও ভবন। যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের মানিকচক ব্লকের মথুরাপুরের নীলকুঠি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের সময়কালে গড়ে উঠেছিল এই নীলকুঠি। যেখানে ১৮৩৫ থেকে ১৯১৪ সাল পর্যন্ত দায়িত্ব সামলে ছিলেন ইউরোপীয় বাসিন্দা জর্জ জেমস হেনসি। মূলত তিনি একমাত্র ইউরোপীয় ছিলেন যিনি নীলকর সাহেব হিসেবে দায়িত্ব সামলান এই নীলকুঠির।
ইতিহাসবিদদের মতে, প্রাচীন বাংলার রাজধানী গৌড় ধ্বংসাবশেষের পর ব্রিটিশ শাসনকালে মালদহে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে ব্যাপকভাবে উদ্যোগ দেখা দেয় ব্রিটিশদের। চারিদিকে নদী ঘেরা এই জেলায় ব্যাপক পরিমাণে চাষ হত নীল। সেই নীল চাষকে কেন্দ্র করেই সেই সময় গড়ে ওঠে একাধিক নীলকুঠি। যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের মথুরাপুরের এই নীলকুঠি।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা বিশ্বজিৎ দাস জানান, “ছোটবেলা থেকেই দেখে আসছি এই নীলকুঠি। বিগত কয়েক বছর আগে এই নীলকুঠি দেখতে এসেছিলেন নীলকর সাহেবের বংশধরেরা। তবে বর্তমানে এই নীলকুঠিটি জমিদার প্রকাশ সিংহ সিংহির মালিকানাধীন রয়েছে।”
পর্যটকদের আনাগোনা না থাকলেও ইতিহাসকে আজও বর্ণনা করে আসছে শতাব্দী প্রাচীন এই নীলকুঠি। আজও দ্বিতল বিশিষ্ট এই নীলকুঠিতে রয়েছে নীলকর সাহেবদের ব্যবহৃত বহু সামগ্রী। মালদহের ঐতিহাসিক এই নিদর্শন কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার দাবিও তুলেছেন স্থানীয়রা।
advertisement
JM Momin
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Neelkuthi In Malda: ইতিহাসে মালদহের এই ভবন! নীলকুঠী তবে ব্রিটিশদের নয়, ওলন্দাজরাও করাতেন নীলচাষ
Next Article
advertisement
বিপদের দিনে প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্র
এখনও প্লেনের টিকিটের আগুন দাম কেন? ইন্ডিগোর অচলাবস্থায় ভাড়া-বৃদ্ধি নিয়ে কঠোর কেন্দ্র
  • ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে বিভিন্ন রুটে ভাড়া বেড়ে যাওয়ায় কেন্দ্র কঠোর পদক্ষেপ নিয়েছে.

  • যাত্রীস্বার্থ সুরক্ষায় ভাড়া-সীমা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক.

  • মুম্বইয়ে ১০৯ ও দিল্লিতে ৮৬টি উড়ান বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে.

VIEW MORE
advertisement
advertisement