Sikkim-North Bengal Disaster: সিকিম-উত্তরবঙ্গে ঝুঁকি নিয়ে কাজ NDRF-এর টিম, মৃত্যুর সংখ্যা কত, উদ্ধার কতজনকে, জানুন বিস্তারিত

Last Updated:

Sikkim-North Bengal Disaster: NDRF শুধু উত্তরবঙ্গে রয়েছে তা নয়, দক্ষিণবঙ্গে NDRF-এর ৭টি টিম রয়েছে। এই টিমগুলি মোতায়েন হয়েছে হুগলি, হাওড়া , পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের  বিভিন্ন এলাকায়।

উদ্ধারকাজে এনডিআরএফ
উদ্ধারকাজে এনডিআরএফ
কলকাতা: পুজো আর কয়েকটা দিনের অপেক্ষা। আর তার আগেই বাঙালির প্রিয় উত্তরবঙ্গ পাহাড়ে সফরে গিয়ে অনেকেই আটকে পড়েছেন অনেকে, কেউ আবার নিখোঁজ। তিস্তার এমন রূদ্র রূপ যে পুজোর আগে বিপর্যস্ত করে দেবে উত্তরবঙ্গ তথা সিকিমকে, তা যেন কেউ ভাবতেও পারেনি।
সিকিমে ভয়াবহ তিস্তার জলে ভেসে আসছে বাড়ি, দেহ কখনও বা শেষ সম্বল টুকু। ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল অবস্থা পর্যটকদের। কিন্তু এর মাঝেই যাঁরা অক্লান্ত পরিশ্রম করে পর্যটক থেকে সাধারণ মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা হলেন NDRF।
advertisement
advertisement
NDRF এর টিম কোথায় কত মোতায়েন রয়েছে? NDRF সূত্রে খবর, সিকিম আর উত্তরবঙ্গে NDRF-এর আটটি টিম রয়েছে। NDRF-এর টিম রয়েছে  মূলত, সিকিমের সিংতাম, গ্যাংটক,  রংপো, ইত্যাদি জায়গায়। এছাড়াও রয়েছে NDRF জলপাইগুড়ির গাজোলডোবা, ওদলাবাড়ি, মাল ব্লক, কতোয়ালি-সহ বিভিন্ন জায়গায়।
এছাড়াও NDRF-এর এয়ার লিফট টিমও মোতায়েন সিকিমে। কত মৃত, কত উদ্ধার ও কতজনকে সরানো হয়েছে? NDRF সূত্রে খবর, সিকিমের সিংতাম থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৬৮ জনকে। এছাড়া সিকিমের রংপো থেকে উদ্ধার করা হয়েছে আট জনকে। সিকিমে সিংতাম থেকে খালি করা হয়েছে বা সরানো হয়েছে আট জনকে। সিকিমে সিংতামে মৃত দেহ উদ্ধার (পুরুষ দু’জন, মহিলা তিনজন, দুই শিশু) মোট ৭ জনের।
advertisement
সিকিমের পাশাপাশি জলপাইগুড়ি এলাকায় NDRF সমান তালে কাজ করে চলেছে। জলপাইগুড়ি উদ্ধার হয়েছে গাজোলডোবা, ওদলাবাড়ি, মাল ব্লক থেকে ২ জন। জলপাইগুড়ি গাজোলডোবা, ওদলাবাড়ি এলাকায় মৃত (এক মহিলা, ২ পুরুষ) তিন জন। অন্যদিকে জলপাইগুড়ি কোতওয়ালিতে মৃত (এক পুরুষ 1, এক মহিলা, তিন শিশু) মোট ৫ জন। টানা বর্ষা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সিকিম-সহ আশপাশের এলাকা। আর তার মাঝেই এক নাগাড়ে কাজ করেছে NDRF টিম। কখনও মৃত দেহ উদ্ধার, কখনও কাউকে ক্ষতিগ্রস্তদের বাঁচানো।
advertisement
তবে NDRF শুধু উত্তরবঙ্গে রয়েছে তা নয়, দক্ষিণবঙ্গে NDRF-এর ৭টি টিম রয়েছে। এই টিমগুলি মোতায়েন হয়েছে হুগলি, হাওড়া , পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের  বিভিন্ন এলাকায়। এছাড়া আরও ২টি NDRF টিম রয়েছে রাজারহাট কলকাতা, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনায়।
NDRF লাগাতার কাজ করে চলেছে। তবে সিকিম, উত্তরবঙ্গের এমন বিপর্যস্ত অবস্থা কেউ স্বপ্নেও ভাবেনি। ঠিক যেন কেদারনাথের ভয়ঙ্কর স্মৃতির কথাই মনে করিয়ে দিচ্ছে সিকিমের এই বিপর্যয়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim-North Bengal Disaster: সিকিম-উত্তরবঙ্গে ঝুঁকি নিয়ে কাজ NDRF-এর টিম, মৃত্যুর সংখ্যা কত, উদ্ধার কতজনকে, জানুন বিস্তারিত
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement