বাবা কৃষক, মা মুড়ি ভাজেন! উচ্চ মাধ্যমিকে ৯৯ শতাংশ নম্বর পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর নারায়ণ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মালদহের প্রত্যন্ত গ্রাম ঋষিপুরের বাসিন্দা নারায়ন ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। বিজ্ঞান বিভাগের তিনটি বিষয়েই ১০০-তে ১০০ পেয়েছে সে।
#মালদহ: মালদহের হবিবপুরের ঋষিপুর এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান নারায়ন সরকার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তার প্রাপ্ত নম্বর ৪৯৫। ভবিষ্যতে সফল চিকিৎসক হতে চায় নারায়ণ। কিন্তু, উচ্চ শিক্ষার পথে প্রধান অন্তরায় চরম দারিদ্র। ছেলের উচ্চ শিক্ষার সামর্থ নেই পরিবারের। বাবা-মা চান এগিয়ে আসুক সরকার।
এবার উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে মালদহের অক্রুরমনি করোনেশন হাই স্কুলের ছাত্র নারায়ন সরকার। মালদহের প্রত্যন্ত গ্রাম ঋষিপুরের বাসিন্দা নারায়ন ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। বিজ্ঞান বিভাগের তিনটি বিষয়েই ১০০-তে ১০০ পেয়েছে সে। বরাবরই মেধাবী নারায়ন মাধ্যমিকে পেয়েছিল ৯৫ শতাংশ নম্বর। বাবা রূপ সরকার কৃষিজীবি। কখনও চালান মোটর ভ্যান। মা কল্যানী সরকার মুড়ি ভেজে রোজগারের চেষ্টা চালান। নারায়ন চায় ভবিষ্যতে ডাক্তার হয়ে পরিবারের স্বপ্ন পূরন করতে।
advertisement

advertisement
গ্রামের মানুষের সুরক্ষায় আত্মনিয়োগ করতে। কিন্তু এখনই বাবা, মা যেভাবে হাড়ভাঙা পরিশ্রম করেন তাতেও ভবিষ্যতে পড়াশুনা চালিয়ে যাওয়া নিয়ে নিয়ে দুঃশ্চিন্তায় মালদহের এই কৃতি। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া পরিবারের ছেলের ডাক্তার করার স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে পাশে দাঁড়াক প্রশাসন, আর্তি বাবা-মায়ের।
advertisement

নারায়ণের বাবা, মা দু জনেই প্রায় নিরক্ষর। মেধাবী ছেলের আগামী পড়াশুনার খরচ যোগাবেন কীভাবে এনিয়ে এখন দুঃশ্চিন্তায় ঘুম উড়েছে সরকার দম্পত্তির। তাঁদের আর্জি এই অবস্থায় সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে না এলে চরম সমস্যায় পড়তে হবে।
Sebak DebSarma
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2020 7:27 PM IST