Naka Checking: নাকা চেকিংয়ে মালদহে গাড়ি আটকাল পুলিশ, ভিতরে যা মিলল! চক্ষু চড়কগাছ সকলের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Naka Checking: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রমোদ কুমার সিং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মহাদেবগঞ্জ এলাকার বাসিন্দা।
সেবক দেবশর্মা, মালদহ: ভিন্ন রাজ্যে পাচারের আগে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। মানিকচকের চণ্ডীপুর এলাকায় নাকা চেকিংয়ের সময় গাঁজা ভর্তি একটি গাড়ি সহ একজনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রমোদ কুমার সিং ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মহাদেবগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ উদ্ধার করেছে ২০ কেজি ১০০ গ্রাম গাঁজা। একটি চার চাকা গাড়িও হেফাজতে নিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ভারতেই আছে এই গ্রাম, সুন্দরী বিদেশি মহিলারা আসেন, গর্ভবতী হয়ে ফিরে যান! কোথায় আছে এই গ্রাম?
পুলিশ জানিয়েছে, বর্ষবরণের রাতে করা নিরাপত্তাকে মাথায় রেখে মানিকচকের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। চণ্ডীপুর এলাকায় নাকা চেকিংয়ে একটি চারচাকা গাড়ি আসলে পুলিশ দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে।
advertisement
গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। তারপরই গাড়িতে থাকা ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। মালদহ শহরের দিক থেকে আসা এই গাড়িটি মানিকচকের গঙ্গা নদীর ঘাট হয়ে ঝাড়খণ্ডে যেত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2024 7:16 PM IST