Nairobi Fly: ঠিক যেন পুড়ে যাচ্ছে, তৈরি হচ্ছে গোটার মতো, উত্তরবঙ্গের নতুন ত্রাস নাইরোবি ফ্লাই!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nairobi Fly: অ্যাসিড পোকার আক্রমনের উপসর্গ নিয়ে গত কাল থেকে এখনও পর্যন্ত ধূপগুড়িতে হাসপাতালে ৫ জন এসেছেন।
#ধূপগুড়ি: ফের ধূপগুড়িতে অ্যাসিড পোকার (নাইরোবি ফ্লাই) আক্রমণে অসুস্থ হলেন আরও এক ব্যক্তি। এবার ধূপগুড়ি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষিকান্ত রায় এই অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ হয়ে রাতে ধূপগুড়ি হাসপাতালে যান চিকিৎসা করাতে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় ধূপগুড়ি শহরে পাঁচজন এই পোকার কামড়ে আক্রান্ত হয়ে ধূপগুড়ি হাসপাতালে এসেছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। স্বাভাবিক ভাবেই অ্যাসিড পোকার আক্রমণের ঘটনা বেড়ে চলায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী।
অ্যাসিড পোকার আক্রমনের উপসর্গ নিয়ে গত কাল থেকে এখনও পর্যন্ত ধূপগুড়িতে হাসপাতালে ৫ জন এসেছেন। এতদিন সিকিমের বহু এলাকায় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিড পোকার (নাইরোবি ফ্লাই) আক্রমণে অসুস্থ হয়েছেন শতাধিক। সেই সব এলাকায় দেখা মিললেও অন্যত্র এর আক্রমণে অসুস্থ হওয়ার ঘটনা ঘটছিল না।
advertisement
advertisement
কিন্তু এবার দেখা মিলল ধূপগুড়ি পৌরসভা একাধিক ওয়ার্ডে। ২ ওয়ার্ডের বাসিন্দা লক্ষিকান্ত রায়ের ঘাড়ে ঠিক একইরকম পুড়ে যাওয়ার মত দাগ তৈরী হয়েছে এবং ছোট ছোট গোটা লক্ষ্য করা গিয়েছে, যাকে ঘিরে অ্যাসিড পোকার আক্রমণের আতঙ্ক ছড়িয়েছে। এদিকে এই বিরল পোকার আক্রমণের কথা ছরিয়ে পড়ায় রীতিমতো আতঙ্কে রয়েছে শহরবাসী।
advertisement
অ্যাসিড পোকার আক্রমণের শিকার লক্ষ্মীকান্ত রায় বলেন, ''টিভিতে দেখেছিলাম যে অ্যাসিড পোকার আক্রমণে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে এবং সেই পোকার আক্রমণে যে ধরনের লক্ষণগুলো দেখা যায়, ঠিক আমার ঘাড়ে সেই ধরনের লক্ষণ নজরে এসেছে। তাই আমরা খুবই আতঙ্কিত।''
---রকি চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2022 12:04 PM IST