Kali Puja Baro Maa: নৈহাটির ‘বড়মা’ এবার উত্তরবঙ্গে! কোথায় হচ্ছে এমন কালীপূজো?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Kali Puja 2024: নৈহাটির বড়মা এবার শহর শিলিগুড়িতে। প্রায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট কালী মূর্তি তৈরি করে শহরবাসীর নজর কাড়তে চলেছে শিলিগুড়ির হায়দার পাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। এবার বড়মার পুজোর দ্বিতীয় বর্ষ তাদের।
শিলিগুড়ি: নৈহাটির বড়মা এবার শহর শিলিগুড়িতে। প্রায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট কালী মূর্তি তৈরি করে শহরবাসীর নজর কাড়তে চলেছে শিলিগুড়ির হায়দার পাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। এবার বড়মার পুজোর দ্বিতীয় বর্ষ তাদের।
শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে প্রায় ১২ কুইন্টাল খড়, ১০০টি বাঁশ, ৫০ কেজির সুতো এবং ২ ট্রাক মাটি দিয়ে গড়ে উঠছে এই বিশাল বড়মায়ের মূর্তি। শুধু ২৫ ফুটের বড়মা নয়, পায়ের তলায় শুয়ে রয়েছেন প্রায় ২০ ফুট শিব। শিবের মুখই শুধু প্রায় সাড়ে ৩ ফুট।
advertisement
advertisement
উত্তরবঙ্গের তথা শিলিগুড়ির মানুষের ইচ্ছে থাকলেও নৈহাটিতে গিয়ে এতটা পথ পেরিয়ে সকলের পক্ষে বড়মা দর্শন সম্ভব হয়ে ওঠে না । গত বছর সেই ভাবনা থেকেই শহরবাসীর কথা ভেবে নৈহাটির বড়মার সূচনা করেছিল পুজো কমিটি। তাঁদের ইচ্ছে প্রতি বছরই তাঁরা ক্লাব প্রাঙ্গণে বড়মার পূজো করবেন। তার জন্য স্থায়ী শেড তৈরি করা হয়েছে। বড়মার সাজসজ্জার জন্য দত্তপুকুরের পিতলের গহনা থাকছে। সব মিলিয়ে শিলিগুড়িবাসীকে ফের একবার তাক লাগাতে চলেছে মহামায়া স্পোর্টিং ক্লাব। এছাড়াও পুজো কমিটির তরফে জানানো হয়েছে পুজোর দিনগুলিতে রয়েছে নানা ধরনের অনুষ্ঠান।
advertisement
ক্লাবের পুজো কমিটির সম্পাদক গোপাল কুন্ডু জনিয়েছেন, ” সকলের ইচ্ছে থাকলেও বড়মা দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। তাই শহরবাসীকে বড়মা দর্শন করাতেই আমদের এই উদ্যোগ”। তিনি আরও বলেন, ” আমরা প্রতিবছরই বড়মার পুজো করব বলে পরিকল্পনা করেছি।” চার দিন ব্যাপী এই কালী পুজোয় এবার সকলের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2024 3:09 PM IST
