Mysterious Death|| নাগরাকাটার চা বাগানে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ! কী করে ঘটল এমন ঘটনা?

Last Updated:

Nagrakata youth died mysteriously: নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চাবাগানের চার নাম্বার লাইনে যবুকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে।

#নাগরাকাটা: নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চাবাগানের চার নাম্বার লাইনে যবুকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। নাগরাকাটা থানার পুলিশ রাতেই মৃত দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করা হয়েছে। মৃত যুবকের নাম ডেভিড ওরাও (৩৮)। জানা গিয়েছে, গতকাল রাতে চা বাগানের চার নম্বর লাইনে ছুরি দিয়ে খুন করা হয় ওই যুবককে। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন? তা তদন্ত করে দেখছে নাগরাকাটা থানার পুলিশ।
আরও পড়ুন: অশ্রাব্য গালি, অ্যাসিড হামলার হুমকি দিয়ে বধূকে লাগাতার চিঠি! ছড়াচ্ছে আতঙ্ক...
জানা গিয়েছে, মৃত ডেভিড ওরাও রাতে বাড়িতেই ছিল। সেই সময়ে বাগানেরই এক ব্যক্তি ডেভিডকে বাড়ির বাইরে রাস্তায় ডাকে। ডেভিড রাস্তায় এলে গলায় ছুরি মেরে দেয় ওই ব্যক্তি। এরপর পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিড ওরাওয়ের। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। রাতেই ওই এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে। মৃতদেহ শুক্রবার ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে নাগরাকাটা থানার পুলিশ। এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mysterious Death|| নাগরাকাটার চা বাগানে পড়েছিল যুবকের রক্তাক্ত দেহ! কী করে ঘটল এমন ঘটনা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement