ট্রেনের ধাক্কায় প্রিসাইডিং অফিসারের মৃত্যু, তদন্তভার এবার সিআইডি-র হাতে

Last Updated:

ট্রেনের ধাক্কায় প্রিসাইডিং অফিসারের মৃত্যু, তদন্তভার এবার সিআইডি-র হাতে

 #রায়গঞ্জ: রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের অস্বাভাবিক মৃত‍্যু। মঙ্গলবার রাতে, রেললাইনের ধার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে। কিন্তু, তা হলে দেহের পাশে সচিত্র পরিচয়পত্র, মোবাইল ফোন পড়ে কেন? ট্রেনের চালক পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন, এক ব‍্যক্তি হঠা‍ৎই ইঞ্জিনের সামনে চলে আসায় ধাক্কা লাগে। এই সব খতিয়ে দেখে, তদন্তকারীরা নিশ্চিত, ট্রেনের ধাক্কাতেই মৃত‍্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের। এই ঘটনার তদন্তভার তুলে নিয়েছে সিআইডি ৷
রায়গঞ্জের বাসিন্দা, পেশায় স্কুল শিক্ষক, বছর আটত্রিশের রাজকুমার রায়
প্রিসাইডিং অফিসার হিসেবে ভোটের কাজ গিয়েছিলেন ইটাহারের সোনাপুর বিদ্যালয়ে।
advertisement
পরিবার সূত্রে খবর, সোমবার ভোট শেষ হয়ে গেলেও রাতে তিনি বাড়ি ফেরেননি। পরদিন রাতে, রায়গঞ্জ এবং বামনগ্রাম স্টেশনের মাঝে প্রিসাইডিং অফিসারের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত‍্যুর মামলা রুজু করে পুলিশ। কিন্তু, এই তত্ত্ব মানতে রাজি নন পরিজনেরা। তাঁদের দাবি, খুন করা হয়েছে।
advertisement
তদন্তকারীর অবশ্য নিশ্চিত, ট্রেনের ধাক্কাতেই প্রিসাইডিং অফিসারের মৃত‍্যু হয়েছে। কারণ, রাধিকাপুর প‍্যাসেঞ্জারের চালক লিখিতভাবে জিআরপিকে জানিয়েছেন, বাঙালবাড়ি-রায়গঞ্জের মাঝে এক ব‍্যক্তি হঠাৎই ট্রেনের সামনে চলে এলে ধাক্কা লাগে।
আরও পড়ুন
রিটার্নিং অফিসার হিসেবে বিডিও মঙ্গলবার নিখোঁজ ডায়েরি করেন। তাতে তিনি উল্লেখ করেছেন, ভোটের দিন, অর্থা‍ৎ, সোমবার রাত ৮টা থেকে সোনাপুর স্কুলের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায় নিখোঁজ। একই ত‍থ‍্য দিচ্ছেন ওইদিন ওই বুথে তাঁর সহকর্মীরাও।
advertisement
মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাতে জানা গিয়েছে, ভোটের পর দিন, অর্থা‍‍ৎ মঙ্গলবার দুপুর তিনটে চব্বিশে রায়গঞ্জের কলেজপাড়ায় ছিলেন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়।
মৃতদেহের পাশে মোবাইল ফোন ও পরিচয়পত্রও মিলেছে। খুনের ঘটনায় যা অস্বাভাবিক, তাই এমন তথ‍্য-প্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীর নিশ্চিত, ট্রেনের ধাক্কাতেই মৃত‍্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ট্রেনের ধাক্কায় প্রিসাইডিং অফিসারের মৃত্যু, তদন্তভার এবার সিআইডি-র হাতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement