গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন!

Last Updated:

ভালোবাসা দিবসের দিনে এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ শশ্বুরবাড়ির বিরুদ্ধে।

#মুর্শিদাবাদ: ভালোবাসা দিবসের দিনে এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ শশ্বুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মল্লিকপুর গ্রামে।
মৃত গৃববধূর নাম পারমিতা সাহা ৷ খরগ্রাম থানার পোড্ডা গ্রামে বাড়ি ৷ ৩ বছর আগে বিয়ে হয় মল্লিকপুর গ্রামের মিলন সাহার সঙ্গে ৷ বিয়ের সময় মেয়ের পরিবার পণ ও বিভিন্ন জিনিসপত্রও দিয়েছিল মিলনকে ৷ একসঙ্গে ভালোভাবে সংসারও করেন ৷ মিলন ও পারমিতার ২ বছরের বাচ্চাও আছে ৷
পারমিতার বাবা মায়ের অভিযোগ বেশ কিছুদিন ধরে শশ্বরবাড়ির লোক টাকা দাবি করতে শুরু করেন বিভিন্নভাবে। মানসিক ও শারীরিক অত্যাচার চলত দীর্ঘদিন ধরে গতকাল সকাল ৯ টা নাগাদ রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান ৷ শশুড়বাড়ির লোক ,মেয়ের মা কে গ্রামবাসীরা মোবাইল ফোন করে জানান তাদের মেয়ের কিছু একটা হয়েছে। খবর নিয়ে রামপুরহাট হাসপাতালে যান মেয়ের পরিবার কিন্তু হাসপাতালে ছেলের পরিবারের কারো দেখা পাওয়া যায়নি ৷ মৃতার স্বামী মিলন সাহা , শাশুড়ি হাসি সাহা ,শশুর বাবলু সাহা। এই তিনজনের নামে খড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন পারমিতার বাবা ৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement