Holi 2025: হোলি মানেই মাস্ট মুখোশ, পিচকারি! কেনার সময় ঠকতে না হয়, দেখে নিন আসল দাম

Last Updated:

দোল উৎসব মানেই রঙের ছড়াছড়ি

+
দোকানে

দোকানে ঝুলছে রকমারি পিচকারি ও মুখোশ

কোচবিহার: রঙের উৎসবে ছোটদের অন্যতম পছন্দের দুটি জিনিস হল মুখোশ ও পিচকারি। দোল উৎসবের আগে থেকেই বাজারে এটি পাওয়া যেতে শুরু করে নানা আকার ও নানা ধরনের। তবে শুধু ছোটরা নয়, বড়দেরও আকর্ষণ করে এই রকমারি বিভিন্ন ধরনের মুখোশ। সাধারণ ভাবে এতদিন পর্যন্ত বাজারে পাওয়া যেত প্লাস্টিক দিয়ে তৈরি বিভিন্ন মুখোশ। বর্তমানে বছরে বাজারে থাকছে একেবারেই অন্যরকমের পরিবেশ বান্ধব রকমারি মুখোশ। ফলে ব্যবহারের পর ফেলে দিলেও পরিবেশ দূষণের কোনও ভয় থাকছে না। তাই ইতিমধ্যেই মুখোশগুলি সকলের নজর আকর্ষণ করছে।
দোল উৎসবের জিনিস ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক জানান, “প্রতিবছর দোল উৎসব বা হোলির বাজারে নতুন নতুন আকর্ষণ থাকে। চলতি বছরেও সেটার অন্যথা হয়নি। এবার মুখোশের রকমারি সম্ভার সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই এই বছরের বিক্রির শুরুর দিন থেকেই রেকর্ড পরিমাণে বিক্রি হচ্ছে রকমারি মুখোশ। বিভিন্ন জন্তুর ও কার্টুনের মুখোশের পাশাপশি রয়েছে যোগী ও মোদির মুখোশ। মুখোশের দাম শুরু হচ্ছে ২০ টাকা থেকে রয়েছে আরও বিভিন্ন দামের। এছাড়া বাচ্চাদের মধ্যে আকর্ষণ বাড়াচ্ছে বিভিন্ন জন্তুর মুখোশ। এই আকর্ষণ থেকেই এই মুখোশের বিক্রি বেড়েছে উঠেছে অনেকটা।”
advertisement
advertisement
আরেক দোকানের ব্যবসায়ী বিশ্বনাথ বণিক জানান, “প্রতিবছর বাজারে কিছু না কিছু নতুন আকর্ষণ তো থাকেই। তবে এইবারে নতুন আকর্ষণ হল রকমারি পিচকারি। ছোটদের সত্যি দারুণ পছন্দ হচ্ছে এগুলি। দামেও কম, তার উপর একেবারে অন্য রকমারি দেখতে। যেমন রয়েছে ত্রিশূল পিচকার, বাচ্চাদের রকমারি মোবাইল গেমস ও ভিডিও গেমসের বিভিন্ন বন্দুক। এছাড়াও রয়েছে অন্যান্য রকমের ডিজাইন। সবমিলিয়ে বর্তমান সময়ে জেলার বাজারে চাহিদায় রয়েছে এই পিচকারিগুলি। এই পিচকারিগুলির দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। রয়েছে আরও রকমারি দামের। বর্তমান সময়ে ইতিমধ্যেই দোল উৎসবের জিনিস কিনতে বাজারে ভিড় শুরু হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান সময়ে দোল উৎসবের চাইতে বসন্ত উৎসব বেশি আনন্দে উদযাপন করে বহু মানুষ। তবে দোল উৎসব মানেই রঙের ছড়াছড়ি। তাই বাজারে রকমারি মুখোশ এবং পিচকারি তো থাকবেই। বর্তমানে সব মিলিয়ে বলতে গেলে চলতি বছরের হোলির বাজারে ট্রেন্ডিংয়ে রয়েছে রকমারি মুখোশ ও পিচকারি।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Holi 2025: হোলি মানেই মাস্ট মুখোশ, পিচকারি! কেনার সময় ঠকতে না হয়, দেখে নিন আসল দাম
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement