Mother's Courage: ঘরের দেওয়াল ভেঙে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারতে যাচ্ছে বুনো হাতি...কীভাবে ছেলেকে বাঁচালেন সাহসিনী মা, শুনলে শিউরে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mother's Courage:একটি বুনো হাতি বন্ধ দলসিংপাড়া চা বাগানের গুদাম লাইন ও জটু লাইন এলাকায় হানা দিয়ে দুটো বাড়ি ক্ষতিগ্ৰস্ত করে। এই ঘটনায় একজন যুবক আহত হয়েছেন।
অনন্যা দে, আলিপুরদুয়ার: মোবাইলের টর্চ জ্বেলেই এক মা হাতির আক্রমণ থেকে তাঁর ছেলেকে প্রাণে বাঁচালেন। চা বলয়ে হাতির হানা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানে হাতি চলে আসছে। এদিন ভোরবেলায় হাতির হানার ঘটনা ঘটে জেলার বন্ধ দলসিংপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায়। জানা গিয়েছে, একটি বুনো হাতি বন্ধ দলসিংপাড়া চা বাগানের গুদাম লাইন ও জটু লাইন এলাকায় হানা দিয়ে দুটো বাড়ি ক্ষতিগ্ৰস্ত করে। এই ঘটনায় একজন যুবক আহত হয়েছেন।
বুনো হাতি শনিবার ভোরে দলসিংপাড়া চা বাগানে গুদামলাইন এলাকায় সামিনা বিবির ঘরে হানা দেয়। তাঁর ঘরের একপাশের পাকা দেওয়াল ভেঙে দেয়। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিল সামিনা বিবির ছেলে সোহেল আনসারি। হাতি ঘর ভাঙলে ঘরের দেওয়াল ভেঙে সোহেল আনসারির উপরে পড়ে। কোনওক্রমে চাঙড় সরিয়ে উঠতে গিয়েই সে দেখে বিশালকার হাতিটি দাঁড়িয়ে রয়েছে। শুঁড় দিয়ে তাঁকে ধরার চেষ্টা করে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন : সত্যজিতের সৃষ্টিই সরস্বতী পুজোর থিম! বাগদেবীর আরাধনায় চমক কালনার বীণাপাণি সংঘের
সেই সময় তার মা সামিনা বিবি চলে আসেন ঘরে। উপস্থিত বুদ্ধির জোরে সামিনা বিবি মোবাইলের টর্চের আলো হাতিটির চোখে ফেলেন। সেই সময় হাতিটি জোরে চেঁচিয়ে সেখান থেকে চলে যায়। সামিনা বিবি ছেলেকে টেনে বের করতে সক্ষম হন। এই ঘটনায় সোহেলের বুকে ও হাতে চোট লেগেছে। সামিনা বিবি জানান, “এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার চোখের সামনেই ছেলেটিকে শেষ করে দেবে। ওকে ধরেও ফেলেছিল হাতিটি। তারপর হাতে মোবাইল টা দেখে কী মনে হল টর্চ জ্বেলে দিলাম। “
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 8:11 PM IST