Alipurduar News: ফের ফালাকাটা শহর দাঁপিয়ে বেরাচ্ছে বুনো হাতি, ফের শহর জুড়ে শুরু আতঙ্ক

Last Updated:

ফের ফালাকাটা শহরে দাপিয়ে বেড়াল বুনো হাতি। গত ৯ জানুয়ারি ফালাকাটা শহরে দাপিয়ে বেড়ায় বুনো হাতি।

+
বুনো

বুনো হাতি

আলিপুরদুয়ার: ফের ফালাকাটা শহরে দাপিয়ে বেড়ালো বুনো হাতি। গত ৮ জানুয়ারি পর এদিন ফের ফালাকাটা শহরে চলে আসে হাতি দুটো। শুক্রবার মধ্যরাত থেকে হাতির আতঙ্ক ছড়ায় ফালাকাটায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার মধ্যরাতে  ফালাকাটা শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে দুই নম্বর ওয়ার্ড  রবীন্দ্রনগর  সাহাপাড়া হয়ে তিন নম্বর ওয়ার্ডের দুই মাইল চুয়াখোলা হয়ে পারঙ্গেরপার এলাকার ভিতর দিয়ে হাতিটি চলে যায় তিন নম্বর ওয়ার্ডের জোড়া মিল এলাকায়।
আরও পড়ুন: ‘আমার রক্তের জোর আছে, ওইটুকু ছেলে একা সব করেছে?’ প্রশ্ন সঞ্জেয়র মায়ের
বর্তমানে হাতি দুটি ফালাকাটা শহরের জোড়ামিল ও দুই নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে। খবর পেয়ে রাতেই আসে বনদফতর এবং  ফালাকাটা থানার পুলিশ l তবে জনমানুষের কোনও ক্ষতি হয়নি। এক নম্বর ওয়ার্ডের আলু ক্ষেত এবং দুই নম্বর ওয়ার্ডের ভুট্টা ক্ষেতের উপর দিয়ে হাতি যাওয়ায় কিছু ফসল নষ্ট হয়। বর্তমান বনদফতর হাতি দুটোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। প্রয়োজনে নামানো হতে পারে কুনকি হাতি।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ফের ফালাকাটা শহর দাঁপিয়ে বেরাচ্ছে বুনো হাতি, ফের শহর জুড়ে শুরু আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement