Mother elephant drags dead baby in Dooars: শুঁড়ে জড়ানো মৃত সন্তান, হেঁটে চলেছে মা হাতি, মর্মান্তিক দৃশ্য ডুয়ার্সে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সন্তানের যে ক্ষতি হয়েছে, তা বুঝতে পেরেছিল মা হাতিটি৷ বাগানের একটি ছোট জলের ট্যাঙ্ক থেকে জল পান করার পর সেটিকে তুলে আছাড় মারে সে৷
#ডুয়ার্স: সন্তানের দেহে প্রাণ নেই৷ কঠিন এই সত্যিটা যে কোনও মায়ের পক্ষেই মেনে নেওয়া কঠিন৷ যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করেও মানব সমাজে অনেক মা এই সত্যিকে মেনে নিতে পারেন না৷ আর জঙ্গলের কোনও বন্যপ্রাণীর পক্ষে তো নিজের সন্তানকে হারানোর সত্যিটা বোঝা আরও কঠিন৷
এমনই মর্মান্তিক এক দৃশ্যের সাক্ষী থাকল ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানের শ্রমিক ও কর্মীরা৷ দেখা গেল, নিজের মৃত সন্তানকে শুঁড়ে জড়িয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছে এক মা হাতি৷ যদি সন্তান বেঁচে ওঠে, এই আশায় নিষ্প্রাণ শাবককে কাছছাড়া করতে নারাজ সে৷
advertisement
advertisement
ডুয়ার্সের চুনাভাটি চা বাগানে দু' দিন আগে ঢুকে পড়ে একটি হাতির দল। এর পর সম্ভবত গতকাল রাতে একটি হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি মা হাতি শুঁড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে। শাবকটির নিথর দেহ মাঝেমধ্যেই মাটিতে পড়ে যাচ্ছিল৷ তা সত্ত্বেও কোনওক্রমে সেই দেহকেই শুঁড়ে জড়িয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মা হাতিটি৷
advertisement
তবে সন্তানের যে ক্ষতি হয়েছে, তা বুঝতে পেরেছিল মা হাতিটি৷ বাগানের একটি ছোট জলের ট্যাঙ্ক থেকে জল পান করার পর সেটিকে তুলে আছাড় মারে সে৷ এর পর একটি সাইকেলকে সামনে দেখেও সেটিকে আছাড় মারে হাতিটি৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা৷ হাতিটির উপরে নজরদারি চালাচ্ছেন তাঁরা৷ মা হাতিটি তার সন্তানকে ছেড়ে গেলেই শাবকটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে৷ তার পরেই শাবকটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তবে মৃত সন্তানের প্রতি এক অবলা প্রাণীর এই স্নেহ দেখে একদিকে স্থানীয় বাসিন্দারা যেমন হতবাক, তেমনই চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখে মন খারাপ তাঁদের৷
advertisement
Rocky Chowdhury
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 3:50 PM IST